বলিউডে স্টার কিডদের অভিষেক নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। জাভেদ আখতারের কন্যা জোয়া আখতারের বানানো ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে এই স্টার কিডদের।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ‘আর্চি কমিকস’-এর বলিউড রিমেক বানাচ্ছেন জোয়া। নেটফ্লিক্সের এই ছবিতে কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের হলিউড টিন ড্রামাকে ভারতীয় সংস্করণে দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্যা নন্দা। জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের মিউজিক্যাল ড্রামা ঘরানার ছবি ‘দ্য আর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি।
আজ শনিবার মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিস’ ছবির টিজার। এ ছাড়া নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিশিয়াল পেজে ছবির পোস্টারের প্রথম ঝলক শেয়ার করা হয়। পরিচালক জোয়া আখতার, শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং আরও অনেকেই টিজার ও পোস্টারের প্রথম ঝলক শেয়ার করেছেন।
অগস্ত্যাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়, আর খুশি ও সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিতে থাকছে টিনএজ রোমান্সের চিত্রায়ণ।
‘দ্য আর্চিস’-এর ঘোষণা হয়েছিল গত বছরই। পরিচালনার পাশাপাশি ছবির সহপ্রযোজকের আসনেও রয়েছেন জোয়া। ছবিতে শুধু আর্চি-ভেরোনিকা আর বেটিই নয়, দেখা যাবে রেগি, জাগহেড, মুজ, ডিলটনের মতো কমিকসের অন্য জনপ্রিয় চরিত্রদেরও। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে ছবিটির।
বলিউডে স্টার কিডদের অভিষেক নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। জাভেদ আখতারের কন্যা জোয়া আখতারের বানানো ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে এই স্টার কিডদের।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ‘আর্চি কমিকস’-এর বলিউড রিমেক বানাচ্ছেন জোয়া। নেটফ্লিক্সের এই ছবিতে কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের হলিউড টিন ড্রামাকে ভারতীয় সংস্করণে দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্যা নন্দা। জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের মিউজিক্যাল ড্রামা ঘরানার ছবি ‘দ্য আর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি।
আজ শনিবার মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিস’ ছবির টিজার। এ ছাড়া নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিশিয়াল পেজে ছবির পোস্টারের প্রথম ঝলক শেয়ার করা হয়। পরিচালক জোয়া আখতার, শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং আরও অনেকেই টিজার ও পোস্টারের প্রথম ঝলক শেয়ার করেছেন।
অগস্ত্যাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়, আর খুশি ও সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিতে থাকছে টিনএজ রোমান্সের চিত্রায়ণ।
‘দ্য আর্চিস’-এর ঘোষণা হয়েছিল গত বছরই। পরিচালনার পাশাপাশি ছবির সহপ্রযোজকের আসনেও রয়েছেন জোয়া। ছবিতে শুধু আর্চি-ভেরোনিকা আর বেটিই নয়, দেখা যাবে রেগি, জাগহেড, মুজ, ডিলটনের মতো কমিকসের অন্য জনপ্রিয় চরিত্রদেরও। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে ছবিটির।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৯ ঘণ্টা আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
৯ ঘণ্টা আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
৯ ঘণ্টা আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
৯ ঘণ্টা আগে