দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আগামীকাল রোববার (২৩ শে জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাঁদের। এ বিয়ে নিয়ে দুই পরিবারের অখুশির খবর এসেছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী। মূলত ধর্মের কারণেই এ অমত। তবে এ মুহূর্তে এ বিয়েতে আর কোনও অসুবিধা নেই দুই পরিবারের পক্ষ থেকে।
তবে জহিরকে বিয়ে করলে কি ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী? আর ইসলাম নাকি হিন্দু, কোন ধর্মের রীতিতে তাঁদের বিয়ে হবে, এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে চলছে আলোচনা। এবার সবকিছু নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতনসী।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে রতনসী জানিয়েছেন, এ বিয়ে ইসলাম বা হিন্দু কোন ধর্মের রীতিতেই হচ্ছে না। সোনাক্ষী-জহিরের আইনি বিয়ে হবে। ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে।
হিন্দু ধর্ম ছেড়ে সোনাক্ষীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়েও ইকবাল রতনসী কথা বলেছেন। এই ধর্মান্তরকরণের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। রতনসী বলেন, ‘এটা নিশ্চিত যে সোনাক্ষী তাঁর ধর্ম পরিবর্তন করছে না। উভয়ের মিলন হল হৃদয়ের মিলন। এতে ধর্মের কোনও ভূমিকা নেই।’
ইকবাল রতনসী আরও বলেন, ‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে।’
প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জহির ইকবাল সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫। প্রসঙ্গত, জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে।
দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আগামীকাল রোববার (২৩ শে জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাঁদের। এ বিয়ে নিয়ে দুই পরিবারের অখুশির খবর এসেছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী। মূলত ধর্মের কারণেই এ অমত। তবে এ মুহূর্তে এ বিয়েতে আর কোনও অসুবিধা নেই দুই পরিবারের পক্ষ থেকে।
তবে জহিরকে বিয়ে করলে কি ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী? আর ইসলাম নাকি হিন্দু, কোন ধর্মের রীতিতে তাঁদের বিয়ে হবে, এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে চলছে আলোচনা। এবার সবকিছু নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতনসী।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে রতনসী জানিয়েছেন, এ বিয়ে ইসলাম বা হিন্দু কোন ধর্মের রীতিতেই হচ্ছে না। সোনাক্ষী-জহিরের আইনি বিয়ে হবে। ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে।
হিন্দু ধর্ম ছেড়ে সোনাক্ষীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়েও ইকবাল রতনসী কথা বলেছেন। এই ধর্মান্তরকরণের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। রতনসী বলেন, ‘এটা নিশ্চিত যে সোনাক্ষী তাঁর ধর্ম পরিবর্তন করছে না। উভয়ের মিলন হল হৃদয়ের মিলন। এতে ধর্মের কোনও ভূমিকা নেই।’
ইকবাল রতনসী আরও বলেন, ‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে।’
প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জহির ইকবাল সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫। প্রসঙ্গত, জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৭ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে