বিনোদন ডেস্ক
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের এবারের আসরটি হয়ে গেল গত শনিবার। এতে বিশেষ সম্মাননা দেওয়া হলো বলিউড অভিনেতা হৃতিক রোশনকে।
হৃতিক এ বছর পূর্ণ করলেন অভিনয়জীবনের ২৫ বছর। উপলক্ষটি উদ্যাপনের জন্য হৃতিককে আমন্ত্রণ জানিয়েছিল সৌদি সরকার। উৎসবে বিশেষ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত হৃতিক বলেন, ‘আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা। ক্যারিয়ারের ২৫ বছর হয়ে গেছে। মনে হচ্ছে অনেকটা সময়। তবে অভিনয় কী, সেটা বুঝতে বুঝতেই আমার এতগুলো বছর পেরিয়ে গেল। অভিনেতা হিসেবে নতুনভাবে শুরু করতে আমি প্রস্তুত। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
এ অ্যাওয়ার্ড শোতে এসেছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা। হলিউড থেকে এসেছিলেন মরগ্যান ফ্রিম্যান, অ্যান্থনি হপকিন্স, ম্যাথু ম্যাককনাহেই, আমান্দা সেইফ্রিড প্রমুখ। উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে মিসরের ‘ওয়েলাদ রিজক থ্রি’। এ সিনেমার জন্য তারেক আল আরিয়ান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেতা হয়েছেন হিশাম মাগেদ, সেরা অভিনেত্রী হান্নাহ আল জাহেদ। মাজিদ আল মোহান্দিসের ‘এল জাউ’ পেয়েছে সেরা গানের পুরস্কার।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের এবারের আসরটি হয়ে গেল গত শনিবার। এতে বিশেষ সম্মাননা দেওয়া হলো বলিউড অভিনেতা হৃতিক রোশনকে।
হৃতিক এ বছর পূর্ণ করলেন অভিনয়জীবনের ২৫ বছর। উপলক্ষটি উদ্যাপনের জন্য হৃতিককে আমন্ত্রণ জানিয়েছিল সৌদি সরকার। উৎসবে বিশেষ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত হৃতিক বলেন, ‘আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা। ক্যারিয়ারের ২৫ বছর হয়ে গেছে। মনে হচ্ছে অনেকটা সময়। তবে অভিনয় কী, সেটা বুঝতে বুঝতেই আমার এতগুলো বছর পেরিয়ে গেল। অভিনেতা হিসেবে নতুনভাবে শুরু করতে আমি প্রস্তুত। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
এ অ্যাওয়ার্ড শোতে এসেছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা। হলিউড থেকে এসেছিলেন মরগ্যান ফ্রিম্যান, অ্যান্থনি হপকিন্স, ম্যাথু ম্যাককনাহেই, আমান্দা সেইফ্রিড প্রমুখ। উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে মিসরের ‘ওয়েলাদ রিজক থ্রি’। এ সিনেমার জন্য তারেক আল আরিয়ান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেতা হয়েছেন হিশাম মাগেদ, সেরা অভিনেত্রী হান্নাহ আল জাহেদ। মাজিদ আল মোহান্দিসের ‘এল জাউ’ পেয়েছে সেরা গানের পুরস্কার।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে