Ajker Patrika

কত পথ পেরিয়ে গাঙ্গুবাই!

কত পথ পেরিয়ে গাঙ্গুবাই!

ঢাকা: দুইবার লকডাউন, দুটো প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে শুটিং শেষ সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র। গতকাল ছবিটির শুটিং শেষ হয়েছে। সে কথা জানিয়েছেন নাম ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাট। সেট থেকে তোলা তিনটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। শুটিং শেষে পরিচালক, কলাকুশলীদের পাশাপাশি মনখারাপ আলিয়ারও। সে কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘গাঙ্গু, সত্যিই তোমায় খুব মিস করব।’

বলিউডে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন প্রায় সব অভিনেত্রী।

স্বপ্নের মতো একটি কাজ করলাম। এই ছবির জন্যই করোনা ও প্রাকৃতিক দুর্যোগকে খুব কাছ থেকে দেখেছি। শুধু সিনেমা নয়, এটা আমাদের জন্য একটা লড়াই ছিল।

আলিয়া ভাট, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অভিনেত্রী

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় আলিয়া ভাটআলিয়া জানিয়েছেন, ২০১৯-এর ৮ ডিসেম্বর শুটিং শুরু হয়েছিল। পরিচালক, অভিনেতাসহ কলাকুশলীরাও আক্রান্ত হয়েছেন করোনায়। বড় দুটো ঘূর্ণিঝড় বয়ে গেছে সেটের ওপর দিয়ে। সেই সব ভয়ানক অভিজ্ঞতা নিয়েই পথ চলা শেষ হচ্ছে ‘গাঙ্গুবাই’-এর।

শুধু প্রাকৃতিক দুর্যোগ বা করোনা নয়, আইনি বাধাও এসেছে। ‘গাঙ্গুবাইয়ের জীবন বিকৃতভাবে দেখানো হচ্ছে’- এমন অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ কাহিনিতে দেখা যাবে, নির্যাতিতা নারী গাঙ্গুবাই। প্রেমিককে বিশ্বাস করে গুজরাট ছেড়ে চলে আসেন মুম্বাইয়ে। মুম্বাইয়ের এক পতিতাপল্লিতে তাঁকে বিক্রি করে দেয় সেই প্রেমিক। পরে গাঙ্গু মুম্বাইয়ের অন্ধকার দুনিয়ার সঙ্গে হাত মিলিয়ে হয়ে ওঠেন ক্ষমতাশালী।

ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে এ বছরের ৩০ জুলাই।

দেখুন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার টিজার:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত