ঢাকা: দুইবার লকডাউন, দুটো প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে শুটিং শেষ সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র। গতকাল ছবিটির শুটিং শেষ হয়েছে। সে কথা জানিয়েছেন নাম ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাট। সেট থেকে তোলা তিনটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। শুটিং শেষে পরিচালক, কলাকুশলীদের পাশাপাশি মনখারাপ আলিয়ারও। সে কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘গাঙ্গু, সত্যিই তোমায় খুব মিস করব।’
বলিউডে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন প্রায় সব অভিনেত্রী।
স্বপ্নের মতো একটি কাজ করলাম। এই ছবির জন্যই করোনা ও প্রাকৃতিক দুর্যোগকে খুব কাছ থেকে দেখেছি। শুধু সিনেমা নয়, এটা আমাদের জন্য একটা লড়াই ছিল।
আলিয়া ভাট, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অভিনেত্রী
আলিয়া জানিয়েছেন, ২০১৯-এর ৮ ডিসেম্বর শুটিং শুরু হয়েছিল। পরিচালক, অভিনেতাসহ কলাকুশলীরাও আক্রান্ত হয়েছেন করোনায়। বড় দুটো ঘূর্ণিঝড় বয়ে গেছে সেটের ওপর দিয়ে। সেই সব ভয়ানক অভিজ্ঞতা নিয়েই পথ চলা শেষ হচ্ছে ‘গাঙ্গুবাই’-এর।
শুধু প্রাকৃতিক দুর্যোগ বা করোনা নয়, আইনি বাধাও এসেছে। ‘গাঙ্গুবাইয়ের জীবন বিকৃতভাবে দেখানো হচ্ছে’- এমন অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ কাহিনিতে দেখা যাবে, নির্যাতিতা নারী গাঙ্গুবাই। প্রেমিককে বিশ্বাস করে গুজরাট ছেড়ে চলে আসেন মুম্বাইয়ে। মুম্বাইয়ের এক পতিতাপল্লিতে তাঁকে বিক্রি করে দেয় সেই প্রেমিক। পরে গাঙ্গু মুম্বাইয়ের অন্ধকার দুনিয়ার সঙ্গে হাত মিলিয়ে হয়ে ওঠেন ক্ষমতাশালী।
ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে এ বছরের ৩০ জুলাই।
দেখুন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার টিজার:
ঢাকা: দুইবার লকডাউন, দুটো প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে শুটিং শেষ সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র। গতকাল ছবিটির শুটিং শেষ হয়েছে। সে কথা জানিয়েছেন নাম ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাট। সেট থেকে তোলা তিনটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। শুটিং শেষে পরিচালক, কলাকুশলীদের পাশাপাশি মনখারাপ আলিয়ারও। সে কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘গাঙ্গু, সত্যিই তোমায় খুব মিস করব।’
বলিউডে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন প্রায় সব অভিনেত্রী।
স্বপ্নের মতো একটি কাজ করলাম। এই ছবির জন্যই করোনা ও প্রাকৃতিক দুর্যোগকে খুব কাছ থেকে দেখেছি। শুধু সিনেমা নয়, এটা আমাদের জন্য একটা লড়াই ছিল।
আলিয়া ভাট, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অভিনেত্রী
আলিয়া জানিয়েছেন, ২০১৯-এর ৮ ডিসেম্বর শুটিং শুরু হয়েছিল। পরিচালক, অভিনেতাসহ কলাকুশলীরাও আক্রান্ত হয়েছেন করোনায়। বড় দুটো ঘূর্ণিঝড় বয়ে গেছে সেটের ওপর দিয়ে। সেই সব ভয়ানক অভিজ্ঞতা নিয়েই পথ চলা শেষ হচ্ছে ‘গাঙ্গুবাই’-এর।
শুধু প্রাকৃতিক দুর্যোগ বা করোনা নয়, আইনি বাধাও এসেছে। ‘গাঙ্গুবাইয়ের জীবন বিকৃতভাবে দেখানো হচ্ছে’- এমন অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ কাহিনিতে দেখা যাবে, নির্যাতিতা নারী গাঙ্গুবাই। প্রেমিককে বিশ্বাস করে গুজরাট ছেড়ে চলে আসেন মুম্বাইয়ে। মুম্বাইয়ের এক পতিতাপল্লিতে তাঁকে বিক্রি করে দেয় সেই প্রেমিক। পরে গাঙ্গু মুম্বাইয়ের অন্ধকার দুনিয়ার সঙ্গে হাত মিলিয়ে হয়ে ওঠেন ক্ষমতাশালী।
ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে এ বছরের ৩০ জুলাই।
দেখুন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার টিজার:
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৩ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৩ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে