Ajker Patrika

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৫০
বলিউড অভিনেতা সোনু সুদ। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সোনু সুদ। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। একটি প্রতারণা মামলা ঘিরে এই গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এই মামলায় সোনু প্রতারক কিংবা প্রতারিত—কোনোটিই নন, সাক্ষী। মামলায় ১ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কয়েকবার তাঁকে তলব করেছিল। একবারও হাজির না হওয়ায় এবার তাঁর বিরুদ্ধে এই হুলিয়া।

ভারতের লুধিয়ানা আদালত সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই আদেশ দিয়েছেন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না একটি ফৌজদারি মামলা করেছেন মোহিত শুক্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগ, মোহিত শুক্লা তাঁকে ‘রিজিকা কয়েন’ নামের একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন।

পরে সেই ১০ লাখ টাকা জালিয়াতির মামলা করেন ওই আইনজীবী। আইনজীবী রাজেশ খান্নার পক্ষে এই মামলায় সোনু সুদকে একজন সাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার জন্য তলব করেন আদালত। তবে একাধিকবার তলব সত্ত্বেও সোনু হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোনুর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, ‘সোনু সুদ, যাঁর ঠিকানা ৬০৫ / ৬০৬, কাসাব্লাংকা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং আইনিভাবে তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো।’

ওই পরোয়ানা মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানায় পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। এ বিষয়ে এখন পর্যন্ত সোনু সুদ বা তাঁর পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত