অলরাউন্ডার আলিয়া ভাট—অভিনয়ে জনপ্রিয়তার সঙ্গে, প্রযোজক ও পোশাক ব্যবসায়ী হিসেবেও নাম রয়েছে তাঁর। এদিকে আবার রণবীরের স্ত্রী হিসেবে তিনি সুগৃহিণী। এক বছর আগে জন্ম দিয়েছেন প্রথম সন্তানের। ক্যারিয়ার থেকে শুরু করে আলিয়ার ব্যক্তিগত জীবন পরিপূর্ণ। এসবেরই মাঝে নতুন ভূমিকায় নাম লেখালেন আলিয়া।
এবার লেখিকার ভূমিকায় আলিয়া ভাট। ছোটদের জন্য নিজের লেখা ছবির বই প্রকাশ করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ভবিষ্যতে বইয়ের একটা পুরো সিরিজ তৈরি করতে চান তিনি। গতকাল রোববার আলিয়ার ছোটদের পোশাক ব্র্যান্ড ‘অ্যাড-আ-মাম্মা’র অধীনেই শিশুদের ছবির বই প্রকাশ করেছেন তিনি। বইটির নাম দিয়েছেন ‘অ্যাড ফাইন্ডস এ হোম’।
নতুন বই প্রকাশের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু—“অ্যাড ফাইন্ডস এ হোম”—‘‘অ্যাড আ-মাম্মা’’ থেকে বইয়ের নতুন একটা সিরিজের সূচনা মাত্র।’ আলিয়া আরও লিখেছেন, ‘আমার শৈশবেও অনেক গল্প রয়েছে, সেই শৈশবে অনেক গল্পকার রয়েছেন। আমার স্বপ্ন ছিল যে আমার মধ্যে থেকে সেই শিশুটিকে বের করে আনা। শিশুদের জন্য বই প্রকাশ করা।’
এদিকে এদিনই আলিয়া তাঁর ‘প্রিয় গল্পকার’ নানাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। ছোটবেলার অদেখা ছবি শেয়ার করে নানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার প্রিয় গল্পকার, শুভ জন্মদিন নানা, তুমি ও তোমার গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’
অলরাউন্ডার আলিয়া ভাট—অভিনয়ে জনপ্রিয়তার সঙ্গে, প্রযোজক ও পোশাক ব্যবসায়ী হিসেবেও নাম রয়েছে তাঁর। এদিকে আবার রণবীরের স্ত্রী হিসেবে তিনি সুগৃহিণী। এক বছর আগে জন্ম দিয়েছেন প্রথম সন্তানের। ক্যারিয়ার থেকে শুরু করে আলিয়ার ব্যক্তিগত জীবন পরিপূর্ণ। এসবেরই মাঝে নতুন ভূমিকায় নাম লেখালেন আলিয়া।
এবার লেখিকার ভূমিকায় আলিয়া ভাট। ছোটদের জন্য নিজের লেখা ছবির বই প্রকাশ করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ভবিষ্যতে বইয়ের একটা পুরো সিরিজ তৈরি করতে চান তিনি। গতকাল রোববার আলিয়ার ছোটদের পোশাক ব্র্যান্ড ‘অ্যাড-আ-মাম্মা’র অধীনেই শিশুদের ছবির বই প্রকাশ করেছেন তিনি। বইটির নাম দিয়েছেন ‘অ্যাড ফাইন্ডস এ হোম’।
নতুন বই প্রকাশের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু—“অ্যাড ফাইন্ডস এ হোম”—‘‘অ্যাড আ-মাম্মা’’ থেকে বইয়ের নতুন একটা সিরিজের সূচনা মাত্র।’ আলিয়া আরও লিখেছেন, ‘আমার শৈশবেও অনেক গল্প রয়েছে, সেই শৈশবে অনেক গল্পকার রয়েছেন। আমার স্বপ্ন ছিল যে আমার মধ্যে থেকে সেই শিশুটিকে বের করে আনা। শিশুদের জন্য বই প্রকাশ করা।’
এদিকে এদিনই আলিয়া তাঁর ‘প্রিয় গল্পকার’ নানাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। ছোটবেলার অদেখা ছবি শেয়ার করে নানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার প্রিয় গল্পকার, শুভ জন্মদিন নানা, তুমি ও তোমার গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’
শুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
৭ ঘণ্টা আগেআজ টালিউডে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন আরও এক সিনেমা ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক পোস্টার। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেআগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বিজ্ঞাপন বানাচ্ছেন শিহাব শাহীন। একসঙ্গে বানাচ্ছেন ছয়টি বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। এবারই প্রথম শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলেন অভিনেত্রী।
৭ ঘণ্টা আগে