Ajker Patrika

হৃতিকের মতো হতে চান মাধবন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০: ০১
হৃতিকের মতো হতে চান মাধবন

হৃতিক রোশনের প্রশংসায় পঞ্চমুখ আর মাধবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সুপারস্টার জানিয়েছেন যে, তিনি সবধরনের ছবিতে অভিনয় করতে চান। ঠিক হৃতিক রোশন যেমন ভার্সেটাইল অভিনেতা, তেমনই। এমনকী, ‘সুপার ৩০’ অভিনেতার মতো শারীরিকভাবে ফিটও হতে চাইছেন মাধবন, যাতে কিনা বলিউডসুন্দরী ক্যাটরিনা কাইফের বিপরীতে হিরোর চরিত্রে অভিনয় করতে পারেন।

‘বিক্রম বেদা’ ছবিতে হৃতিক রোশনের লুক প্রকাশ হওয়ার পরেই মাধবন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতা জানান, আমি বরাবরই হৃতিকের প্রশংসা করি। আমরা প্রায় একই সময়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলাম। আর ও দেখতে এখনও গ্রীক গডের মতোই। অ্যাকশন দৃশ্যেও চমৎকার। কিন্তু শুধু চাইলেই তো আমি আর এরকম সব ছবিতে অভিনয় করতে পারি না। ক্যাটরিনার বিপরীতে অভিনয় করতে হলে আমাকে হৃতিকের মতো ফিট হতে হবে।

হৃতিক রোশানপাশাপাশি মাধবন জানান যে, তিনি তাঁর আসল জায়গায় জোর দেন। ছবির স্ক্রিপ্ট, গল্প এবং তাঁর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ১০ জানুয়ারি নিজের জন্মদিনে ‘বিক্রম বেদা’র লুক প্রকাশ করেছিলেন হৃতিক। তামিল ছবি ‘বিক্রম বেধা’র হিন্দি রিমেক এটা। আসল ছবিতে বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন। তবে হিন্দি রিমেকে এই চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। আর হৃতিক অভিনয় করেছেন ‘বেদা’র চরিত্রে, তামিল ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি।

হৃতিকের সেই লুক দেখেই মাধবন বলেছিলেন, ‘আরে এই তো বেদা। আমি এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছি। দারুণ হৃতিক রোশন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত