ট্রলের যন্ত্রণায় সামাজিক মাধ্যমে মন্তব্যের ঘর বন্ধ রাখলেও আজ বৃহস্পতিবার বিকেলে ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। গত রোববার তাঁরা বিবাহ নিবন্ধন করেছেন। ভিডিওটিতে সোনাক্ষী এবং জহির ইকবালের ‘অগোছালো ছোট্ট শাদি কা ঘর’–এর কিছু ঝলক রয়েছে।
ভিডিওটির শুরুতে দেখা যায়, নবদম্পতি পরিবারের সঙ্গে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা উল্লাসে মেতে ওঠেন। ভিডিওতে সোনাক্ষীর বাবা–মা শত্রুঘ্ন এবং পুনম সিনহাকেও একঝলক দেখা যায়। এরপর মালাবদলের দৃশ্য এবং বিয়ের প্রতিজ্ঞা বিনিময়।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘পরিবার, বন্ধু, প্রেম, বন্ধুত্ব, হাসি, নির্বোধ মন্তব্য, বাচ্চাদের ছোটাছুটি, খুশির কান্না, উত্তেজনা, ব্লুপার, চিৎকার, মজা, আনন্দ, প্রত্যাশা, স্নায়ু, আবেগ এবং সর্বোপরি বিশুদ্ধ আনন্দ। এটিই ছিল আমাদের অগোছালো ছোট্ট শাদি কা ঘর!’
কয়েক সপ্তাহ ধরে গুজব ও জল্পনা–কল্পনা কাটিয়ে পারিবারিক অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে সেরেছেন। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০১৭ সাল থেকে প্রেম করছেন। গত রোববার বিকেলে তারই পরিণতি হলো। অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডাবল এক্সএল–এর সহ–অভিনেতা।
২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং সিনেমা দিয়ে সোনাক্ষী সিনহার বলিউডে আত্মপ্রকাশ ঘটে। তিনি সালমান খানের সঙ্গে দাবাং সিনেমার পরবর্তী দুটি সিরিজেও অভিনয় করেন।
এ ছাড়া এই অভিনেত্রী রাউডি রাঠোর, সান অব সরদার, দাবাং ২, হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি, লুটেরা, ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা, আর...রাজকুমার, অ্যাকশন জ্যাকসন, কলঙ্ক, ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া, ডাবল এক্সএল এবং মিশন মঙ্গল– এর মতো ছবিতে অভিনয় করেছেন।
সোনাক্ষী সিনহা গত বছর রীমা কাগতির দাহাদ দিয়ে ওয়েব সিরিজে অভিষিক্ত হন। সম্প্রতি সঞ্জয় লীলা বানশালির ম্যাগনাম অপাস হিরামান্ডিতে অভিনয় করেছেন। তাঁকে রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিমের সঙ্গে হরর কমেডি কাকুদা–তে দেখা যাবে। কাকুদা আগামী ১২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫–এ প্রিমিয়ার হবে।
ট্রলের যন্ত্রণায় সামাজিক মাধ্যমে মন্তব্যের ঘর বন্ধ রাখলেও আজ বৃহস্পতিবার বিকেলে ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। গত রোববার তাঁরা বিবাহ নিবন্ধন করেছেন। ভিডিওটিতে সোনাক্ষী এবং জহির ইকবালের ‘অগোছালো ছোট্ট শাদি কা ঘর’–এর কিছু ঝলক রয়েছে।
ভিডিওটির শুরুতে দেখা যায়, নবদম্পতি পরিবারের সঙ্গে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা উল্লাসে মেতে ওঠেন। ভিডিওতে সোনাক্ষীর বাবা–মা শত্রুঘ্ন এবং পুনম সিনহাকেও একঝলক দেখা যায়। এরপর মালাবদলের দৃশ্য এবং বিয়ের প্রতিজ্ঞা বিনিময়।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘পরিবার, বন্ধু, প্রেম, বন্ধুত্ব, হাসি, নির্বোধ মন্তব্য, বাচ্চাদের ছোটাছুটি, খুশির কান্না, উত্তেজনা, ব্লুপার, চিৎকার, মজা, আনন্দ, প্রত্যাশা, স্নায়ু, আবেগ এবং সর্বোপরি বিশুদ্ধ আনন্দ। এটিই ছিল আমাদের অগোছালো ছোট্ট শাদি কা ঘর!’
কয়েক সপ্তাহ ধরে গুজব ও জল্পনা–কল্পনা কাটিয়ে পারিবারিক অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে সেরেছেন। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০১৭ সাল থেকে প্রেম করছেন। গত রোববার বিকেলে তারই পরিণতি হলো। অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডাবল এক্সএল–এর সহ–অভিনেতা।
২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং সিনেমা দিয়ে সোনাক্ষী সিনহার বলিউডে আত্মপ্রকাশ ঘটে। তিনি সালমান খানের সঙ্গে দাবাং সিনেমার পরবর্তী দুটি সিরিজেও অভিনয় করেন।
এ ছাড়া এই অভিনেত্রী রাউডি রাঠোর, সান অব সরদার, দাবাং ২, হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি, লুটেরা, ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা, আর...রাজকুমার, অ্যাকশন জ্যাকসন, কলঙ্ক, ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া, ডাবল এক্সএল এবং মিশন মঙ্গল– এর মতো ছবিতে অভিনয় করেছেন।
সোনাক্ষী সিনহা গত বছর রীমা কাগতির দাহাদ দিয়ে ওয়েব সিরিজে অভিষিক্ত হন। সম্প্রতি সঞ্জয় লীলা বানশালির ম্যাগনাম অপাস হিরামান্ডিতে অভিনয় করেছেন। তাঁকে রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিমের সঙ্গে হরর কমেডি কাকুদা–তে দেখা যাবে। কাকুদা আগামী ১২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫–এ প্রিমিয়ার হবে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৭ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৭ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৭ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৮ ঘণ্টা আগে