বিনোদন ডেস্ক
ঢাকা: ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই ছাড়তে হলো পছন্দের চরিত্র। ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিকে মূল চরিত্র করার জন্য প্রস্তাব পেয়েছিলেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। তবে শিডিউল নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি ছাড়তে হলো তাঁকে। এ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিতে যে সময় দরকার, বর্তমানে সে সময় নেই অভিনেতার হাতে।
তবে এটা প্রথম নয়। এর আগে শাহরুখ খানকে চরিত্রটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কলেজজীবনে ভালো হকি খেলতেন শাহরুখ। মূলত সে কারণেই করণ জোহর তাঁকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দেন। তা ছাড়া ‘চাক দে ইন্ডিয়া’র মতো হকিকেন্দ্রিক সিনেমা শাহরুখ খানের কারণে ব্লকবাস্টার হিট হয়েছিল।
তবে শেষ পর্যন্ত তিনি অভিনয় করবেন না বলে জানিয়েছেন। করণের হাত থেকে আপাতত ছবির স্বত্ব রয়েছে প্রযোজক রনি স্ক্রুওয়ালার হাতে। আগামী বছর বড় বাজেটের এ সিনেমার শুটিংয়ের কথা রয়েছে।
ছবিটি পরিচালনা করবেন অভিষেক চৌবে। অভিষেকের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন। জানা গেছে, ছবির স্ক্রিপ্ট পড়ে খুব উৎসাহিত হয়েছিলেন বরুণ। প্রাথমিকভাবে তিনি রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। তবে চলতি বছরে শুটিং করার জন্য তাঁর কাছে কোনো ডেট ছিল না। সে কারণে ছাড়তে হলো সিনেমাটি।
বর্তমানে বরুণের হাতে চারটি সিনেমা আছে। ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’, যার শুটিং সম্প্রতি শেষ করেছেন বরুণ। এতে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতী স্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ ও শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ সিনেমাতেও মূল চরিত্রে আছেন বরুণ।
ঢাকা: ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই ছাড়তে হলো পছন্দের চরিত্র। ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিকে মূল চরিত্র করার জন্য প্রস্তাব পেয়েছিলেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। তবে শিডিউল নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি ছাড়তে হলো তাঁকে। এ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিতে যে সময় দরকার, বর্তমানে সে সময় নেই অভিনেতার হাতে।
তবে এটা প্রথম নয়। এর আগে শাহরুখ খানকে চরিত্রটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কলেজজীবনে ভালো হকি খেলতেন শাহরুখ। মূলত সে কারণেই করণ জোহর তাঁকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দেন। তা ছাড়া ‘চাক দে ইন্ডিয়া’র মতো হকিকেন্দ্রিক সিনেমা শাহরুখ খানের কারণে ব্লকবাস্টার হিট হয়েছিল।
তবে শেষ পর্যন্ত তিনি অভিনয় করবেন না বলে জানিয়েছেন। করণের হাত থেকে আপাতত ছবির স্বত্ব রয়েছে প্রযোজক রনি স্ক্রুওয়ালার হাতে। আগামী বছর বড় বাজেটের এ সিনেমার শুটিংয়ের কথা রয়েছে।
ছবিটি পরিচালনা করবেন অভিষেক চৌবে। অভিষেকের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন। জানা গেছে, ছবির স্ক্রিপ্ট পড়ে খুব উৎসাহিত হয়েছিলেন বরুণ। প্রাথমিকভাবে তিনি রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। তবে চলতি বছরে শুটিং করার জন্য তাঁর কাছে কোনো ডেট ছিল না। সে কারণে ছাড়তে হলো সিনেমাটি।
বর্তমানে বরুণের হাতে চারটি সিনেমা আছে। ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’, যার শুটিং সম্প্রতি শেষ করেছেন বরুণ। এতে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতী স্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ ও শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ সিনেমাতেও মূল চরিত্রে আছেন বরুণ।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৬ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১১ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
২০ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
২০ ঘণ্টা আগে