ইতালির বিশ্বখ্যাত চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার জানা গেল ‘মোদি’ শিরোনামের সিনেমাটি অভিনয় করবেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাঁকে। হলিউড রিপোর্ট জানিয়েছে চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের ব্যর্থতা-হতাশা এবং সংকট জয়ের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হবে। ‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন জনি ডেপ।
আল পাচিনো ছাড়াও সিনেমাটি আরও অভিনয় করবেন–রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে। ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।
৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি। পুলিশের কাছ থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তাঁর পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তাঁর জীবন পরিবর্তন করতে পারেন।
সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে।
ইতালির বিশ্বখ্যাত চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার জানা গেল ‘মোদি’ শিরোনামের সিনেমাটি অভিনয় করবেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাঁকে। হলিউড রিপোর্ট জানিয়েছে চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের ব্যর্থতা-হতাশা এবং সংকট জয়ের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হবে। ‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন জনি ডেপ।
আল পাচিনো ছাড়াও সিনেমাটি আরও অভিনয় করবেন–রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে। ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।
৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি। পুলিশের কাছ থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তাঁর পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তাঁর জীবন পরিবর্তন করতে পারেন।
সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।
১৩ ঘণ্টা আগেতিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
১ দিন আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
১ দিন আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
১ দিন আগে