Ajker Patrika

জুটি বাঁধছেন দুই স্টারকিড

বিনোদন ডেস্ক
জুটি বাঁধছেন দুই স্টারকিড

ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।

তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।

 অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুরঅন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।

এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত