বিনোদন ডেস্ক
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে