Ajker Patrika

বিদ্যা বালান এবার ফরেস্ট অফিসার

আপডেট : ১৮ মে ২০২১, ২০: ৩২
বিদ্যা বালান এবার ফরেস্ট অফিসার

ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।

বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:

অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।

গায়ে ফিকে সবুজ রঙের পোশাক, হাতে ওয়াকিটকি, ঘন জঙ্গলে বিদ্যা। ছবিতে ফরেস্ট অফিসারের ভূমিকায় তিনি। যিনি মানুষ ও বন্য পশুদের মধ্যে দ্বন্দ্ব ঘুচিয়ে সমতা বজায় রাখার লড়াই চালিয়ে যান।

বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।

বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রামগত বছরের ফেব্রুয়ারিতে নতুন সিনেমা ‘শেরনি’র কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। এটি নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক হয়েছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করার সময় সে রাজ্যের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল!

বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রামযদিও পরে এ অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী নিজে। পরবর্তীতে এক মহিলা ক্রুকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ‘শেরনি’ অভিনেতা বিজয় রাজকে।

গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত