বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে