বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
২ ঘণ্টা আগে