বর্তমান সময়ের অন্যতম সেরা বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব-ডি’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো সিনেমা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু সেই অনুরাগ কাশ্যপই একসময় থাকতেন মুম্বাইয়ের ফুটপাতে।
সম্প্রতি ম্যাশবেল ইন্ডিয়ার ‘দ্য বম্বে জার্নি’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সংগ্রামের দিনগুলো নিয়ে কথা বলেছেন অনুরাগ কাশ্যপ। মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা নিজের ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বতে’র প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠানটিতে অংশ নেন তিনি।
অনুরাগ কাশ্যপ বলেন, ‘মুম্বাইয়ে আসার পর আমার থাকার জায়গা ছিল না। পৃথ্বী থিয়েটারে লাগেজ রাখার জন্য বিশেষ অনুমতি নিয়েছিলাম। মুম্বাইয়ের জুহু সিগন্যালের মাঝখানে তখন একটা বাগানের মতো জায়গা ছিল, সে জায়গাটাতে কোনো সিগন্যাল ছিল না। আমরা সেখানেই ঘুমাতাম। কিন্তু মাঝেমধ্যে আমাদের সেখান থেকেও বের করে দেওয়া হতো। এখান থেকে সরিয়ে দিলে আমরা ভারসোভা লিংক রোডে চলে যেতাম। ওখানের ফুটপাত ছিল অনেক চওড়া; আমরা সবাই লাইন দিয়ে ঘুমাতাম। কিন্তু ওখানে শোয়ার জন্য আমাদের ছয় রুপি করে দিতে হতো।’
মুম্বাইয়ের রাস্তায় জীবনের কঠিন সময়গুলো কাটিয়েছি উল্লেখ করে অনুরাগ কাশ্যপ বলেন, ‘এই মুম্বাইতে তিন দশক কাটিয়ে দিলাম। মুম্বাইয়ের প্রতিটি কোণ, রাস্তায় আমার অনেক গল্প জমা আছে।’
অনুরাগ কাশ্যপ আরও বলেন, ‘আমার দ্বিতীয় সিনেমা ‘পাঁচ’ মুক্তির আগের দিন আমি একটা ঘরে বন্দী হয়ে মদ খেয়েছিলাম। নেশার জন্য তখন আরতি (প্রাক্তন স্ত্রী) আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। তখন আমার মেয়ের বয়স মাত্র চার বছর। ওই সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। সে দিনগুলো মনে হলে বিষণ্নতায় ডুবে যাই।’
উল্লেখ্য, বর্তমানে অনুরাগ কাশ্যপ ব্যস্ত সময় পার করছেন তাঁর নতুন ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত’-এর প্রচার নিয়ে। আগামীকাল ৩ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন করণ মেহতা ও আলিয়া এফ।
বর্তমান সময়ের অন্যতম সেরা বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব-ডি’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো সিনেমা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু সেই অনুরাগ কাশ্যপই একসময় থাকতেন মুম্বাইয়ের ফুটপাতে।
সম্প্রতি ম্যাশবেল ইন্ডিয়ার ‘দ্য বম্বে জার্নি’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সংগ্রামের দিনগুলো নিয়ে কথা বলেছেন অনুরাগ কাশ্যপ। মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা নিজের ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বতে’র প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠানটিতে অংশ নেন তিনি।
অনুরাগ কাশ্যপ বলেন, ‘মুম্বাইয়ে আসার পর আমার থাকার জায়গা ছিল না। পৃথ্বী থিয়েটারে লাগেজ রাখার জন্য বিশেষ অনুমতি নিয়েছিলাম। মুম্বাইয়ের জুহু সিগন্যালের মাঝখানে তখন একটা বাগানের মতো জায়গা ছিল, সে জায়গাটাতে কোনো সিগন্যাল ছিল না। আমরা সেখানেই ঘুমাতাম। কিন্তু মাঝেমধ্যে আমাদের সেখান থেকেও বের করে দেওয়া হতো। এখান থেকে সরিয়ে দিলে আমরা ভারসোভা লিংক রোডে চলে যেতাম। ওখানের ফুটপাত ছিল অনেক চওড়া; আমরা সবাই লাইন দিয়ে ঘুমাতাম। কিন্তু ওখানে শোয়ার জন্য আমাদের ছয় রুপি করে দিতে হতো।’
মুম্বাইয়ের রাস্তায় জীবনের কঠিন সময়গুলো কাটিয়েছি উল্লেখ করে অনুরাগ কাশ্যপ বলেন, ‘এই মুম্বাইতে তিন দশক কাটিয়ে দিলাম। মুম্বাইয়ের প্রতিটি কোণ, রাস্তায় আমার অনেক গল্প জমা আছে।’
অনুরাগ কাশ্যপ আরও বলেন, ‘আমার দ্বিতীয় সিনেমা ‘পাঁচ’ মুক্তির আগের দিন আমি একটা ঘরে বন্দী হয়ে মদ খেয়েছিলাম। নেশার জন্য তখন আরতি (প্রাক্তন স্ত্রী) আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। তখন আমার মেয়ের বয়স মাত্র চার বছর। ওই সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। সে দিনগুলো মনে হলে বিষণ্নতায় ডুবে যাই।’
উল্লেখ্য, বর্তমানে অনুরাগ কাশ্যপ ব্যস্ত সময় পার করছেন তাঁর নতুন ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত’-এর প্রচার নিয়ে। আগামীকাল ৩ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন করণ মেহতা ও আলিয়া এফ।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
৯ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১২ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১২ ঘণ্টা আগে