Ajker Patrika

৬৬–এ বলিউডের এভারগ্রিন মিস্টার ইন্ডিয়া

৬৬–এ বলিউডের এভারগ্রিন মিস্টার ইন্ডিয়া

বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর। ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ের চেম্বুরে তাঁর জন্ম। আজ শনিবার (২৪ ডিসেম্বর) ৬৬ বছরে পা দিলেন তিনি। কিন্তু এই বয়সেও অনিল যেন তরুণ। নতুনদের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

আজ জন্মদিন উপলক্ষে সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলো। কোথা থেকে তিনি এই বয়সে এত এনার্জি পান তা নিয়ে আগ্রহের যেন শেষ নেই ভক্তদের।

সোশ্যাল মিডিয়ায় অনিলকে শুভেচ্ছায় ভাসিয়েছেন স্ত্রী সুনীতা কাপুর। তিনি লিখেন, ‘আমার চমৎকার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি তাঁর কঠোর পরিশ্রম, প্রতিভা, সংবেদনশীলতা, বুদ্ধিমত্তা এবং আবেগ দিয়ে আমাকে বিস্মিত করেন এখনো। তুমি যা কিছু করো তার জন্য তোমাকে অনেক ভালোবাসি, তুমিই আমাদের জীবনকে এত আনন্দিত করে তোলো। তুমি আমার স্বামী, আমার সেরা বন্ধু এবং আমার জীবনের আলো...সর্বকালের সেরা বছর কাটুক। তোমাকে অনেক ভালোবাসি।’

বলিউডে জ্যেষ্ঠ অভিনেতাদের তালিকায় পড়লেও এখনো তিনি যেন তরুণ অভিনেতাদের হার মানাতে প্রস্তুত। গতকাল রাত থেকেই ৬৬তম জন্মদিনের আনন্দে মেতেছেন মিস্টার ইন্ডিয়া। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিন উদ্‌যাপন করছেন তিনি।

অনিল কাপুর৬৬ বছরে পা রাখলেও এই চিরতরুণ অভিনেতাকে দেখে বোঝা দায়। এখনো তিনি চুটিয়ে কাজ করে যাচ্ছেন বলিউডে। নিজের পারফরমেন্স দিয়ে এখনো চমক জাগিয়ে যাচ্ছেন। গত আগস্টে নানা হয়েছেন অনিল কাপুর। এখন তাঁর পুরো সময়টাই কাটে সোনমের সন্তানের সঙ্গে।

অনিল কাপুর১৯৭৯ সালে উমেশ মেহরার ‘হামারে তুমহারে’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অনিল কাপুরের অভিষেক হয়। এরপর ১৯৮০ সালে প্রধান অভিনেতা হিসেবে বর্ষীয়ান পরিচালক বাপু পরিচালিত তেলুগু সিনেমা ‘ভামসা ভ্রুক্ষাম’ এ তিনি অভিনয় করেন। তারপর মনিরত্নমের ব্লকবাস্টার ‘পাল্লাভি আনু পাল্লাভি’–এ অভিনয়ের মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়।

অনিল কাপুরঅনিল কাপুরের আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিষেক হয় ড্যানি বয়েলের ২০০৮ সালের অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’–এর মাধ্যমে। এই সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য তিনি ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই অ্যা কাস্ট ইন অ্যা মোশন পিকচার’ অর্জন করেন।

অনিল কাপুর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত