Ajker Patrika

করণের পার্টিতে আলো ছড়ালেন ভিকি-ক্যাট

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৩: ৪৭
করণের পার্টিতে আলো ছড়ালেন ভিকি-ক্যাট

আবারও সবার মন জয় করলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ তারকা দম্পতি। এই লাভ বার্ডসদের নিয়ে বরাবরই বাড়তি আগ্রহ বলিউডপ্রেমীদের। 

এনটিভির প্রতিবেদনে জানা যায়, নির্মাতা-প্রযোজক করণ জোহরের বাড়ির এক পার্টিতে আবারও সবার নজর কাড়লেন ভিকি-ক্যাট। ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতার জন্মদিনের পার্টির আয়োজন ছিল করণের বাড়িতে। আর সেখানে বলিউডের অনেক তারকার সঙ্গে দেখা মেলে ভিকি-ক্যাটের। 

হাতে হাত ধরেই পার্টিতে এসেছিলেন নবদম্পতি। আকাশি নীল রঙের পোশাক পরেছিলেন ক্যাট। আর ভিকি পরেছিলেন কালো রঙের টাক্সেডো। দুজনের এই মিষ্টি লুকের ছবি চোখ জুড়িয়েছে নেটিজেনদের। ছবি ভাইরাল হতেই কমেন্ট বক্সে ভালোবাসা জানাতে থাকেন ভক্তরা। অনেকে লিখেছেন, ‘বিয়ের পরেও এত প্রেম! চোখ ফেরানো যাচ্ছে না।’ কেউ কেউ লিখেছেন, ‘বলিউডের সেরা জুটি, এবার একসঙ্গে বড় পর্দায় দেখতে চাই’। 

ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফগেল ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। পরিবার আর কাছের বন্ধুদের নিয়ে রাজস্থানে হয়েছিল সব আয়োজন। বিয়ের সপ্তাহখানেকের মধ্যেই কাজে ফিরতে হয় ব্যস্ত এই তারকা জুটির। তবে যতই ব্যস্ত থাকুন না কেন, বিভিন্ন উৎসব উদ্‌যাপন করেন একসঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভালোবাসার মুহূর্তগুলোও স্বচ্ছন্দে শেয়ার করে থাকেন ভিকি-ক্যাট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত