বিয়ের মাস গড়াতে না গড়াতেই কাজের জন্য আলাদা থাকতে হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর তা নিয়ে ভক্তদের ঘুম হারাম। প্রায় মাসখানেকের জন্য মধ্যপ্রদেশে ছিলেন ভিকি কৌশল, সাথে ছিলেন সিনেমার নায়িকা সারা আলী খানও। যদিও সেই সময় স্বামীর সাথে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে সেই দেখা ছিল অল্প সময়ের জন্য।
ভিকির কাছ থেকে ফিরেই মালদ্বীপ উড়ে যান ক্যাটরিনা, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যায় সারা আলি খান ও ভিকি কৌশলকে। তবে সমস্যা হল, বুধবার রাতেই লন্ডনে উড়ে গিয়েছেন ক্যাটরিনা। সেখানে রয়েছে তার পরিবার। তাই বাড়ি ফিরেও বউয়ের দেখা মিলবে না। একটু কি মন খারাপ এই নিয়ে নতুন জুটির? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানা ট্রল।
ডিসেম্বরেই বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরদিন চলে যান হানিমুনে মালদ্বীপ। সেখানে তিনদিন কাটিয়ে ফেরেন আরব সাগরের পাড়ে। নিজেদের নতুন বাড়িতেও উঠেছেন। একসাথে বড়দিন উদযাপন করেন। আর বিয়ের পরে ক্যাটরিনা যেন একটু বেশি বেশি দেশি সাজে দেখা দেন, পাঞ্জাবী বধু বলে কথা।
প্রেমটা চলছিল বছরখানেক ধরেই। তবে, সেভাবে খুব কমই দেখা গিয়েছে তাঁদের একসাথে। এমনকি, এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ে সবটা মিডিয়ার আড়ালে রাখতেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একেবারেই কথা বলেননি দুজন। তবে বিয়ের পর খুল্লাম খুল্লা। হাতে হাত রেখে ছবি দিচ্ছেন, ভালোবাসায় ভরা থাকেছে সেইসব ছবির ক্যাপশন। সোশ্যাল মিডিয়া রাঙিয়ে নিয়েছেন তাঁরা ভালোবাসার রঙে।
বিয়ের মাস গড়াতে না গড়াতেই কাজের জন্য আলাদা থাকতে হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর তা নিয়ে ভক্তদের ঘুম হারাম। প্রায় মাসখানেকের জন্য মধ্যপ্রদেশে ছিলেন ভিকি কৌশল, সাথে ছিলেন সিনেমার নায়িকা সারা আলী খানও। যদিও সেই সময় স্বামীর সাথে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে সেই দেখা ছিল অল্প সময়ের জন্য।
ভিকির কাছ থেকে ফিরেই মালদ্বীপ উড়ে যান ক্যাটরিনা, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যায় সারা আলি খান ও ভিকি কৌশলকে। তবে সমস্যা হল, বুধবার রাতেই লন্ডনে উড়ে গিয়েছেন ক্যাটরিনা। সেখানে রয়েছে তার পরিবার। তাই বাড়ি ফিরেও বউয়ের দেখা মিলবে না। একটু কি মন খারাপ এই নিয়ে নতুন জুটির? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানা ট্রল।
ডিসেম্বরেই বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরদিন চলে যান হানিমুনে মালদ্বীপ। সেখানে তিনদিন কাটিয়ে ফেরেন আরব সাগরের পাড়ে। নিজেদের নতুন বাড়িতেও উঠেছেন। একসাথে বড়দিন উদযাপন করেন। আর বিয়ের পরে ক্যাটরিনা যেন একটু বেশি বেশি দেশি সাজে দেখা দেন, পাঞ্জাবী বধু বলে কথা।
প্রেমটা চলছিল বছরখানেক ধরেই। তবে, সেভাবে খুব কমই দেখা গিয়েছে তাঁদের একসাথে। এমনকি, এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ে সবটা মিডিয়ার আড়ালে রাখতেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একেবারেই কথা বলেননি দুজন। তবে বিয়ের পর খুল্লাম খুল্লা। হাতে হাত রেখে ছবি দিচ্ছেন, ভালোবাসায় ভরা থাকেছে সেইসব ছবির ক্যাপশন। সোশ্যাল মিডিয়া রাঙিয়ে নিয়েছেন তাঁরা ভালোবাসার রঙে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে