Ajker Patrika

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রাহমান

এ আর রাহমান। ছবি: সংগৃহীত
এ আর রাহমান। ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এ আর রাহমানকে ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন এ আর রাহমান। সে সময় অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এ আর রাহমানের শারীরিক পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানান, এখন অনেকটা সুস্থ আছেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক। এক্স হ্যান্ডলে এম কে স্ট্যালিন লেখেন, ‘এ আর রাহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনে আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরে আসবেন।’

তবে এখনো এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত