বিনোদন ডেস্ক
নিজের কথা রাখতে সারা দুনিয়া এক করে দেন অভিনয়শিল্পীরা। পর্দায় প্রায়ই এমনটা দেখা যায়। এবার বাস্তবেও সেটা করে দেখাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পায়ে ব্যথার কারণে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও হুইলচেয়ারকে সঙ্গী করে যোগ দিলেন ‘ছাভা’ সিনেমার প্রমোশনে।
সম্প্রতি জিম করতে গিয়ে পায়ে ব্যথা পান ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে রাশমিকার নতুন সিনেমা ছাভার প্রচার। আগে থেকেই প্রচারের অংশ নেওয়ার জন্য শিডিউল দেওয়া ছিল তাঁর। নিজের কমিটমেন্ট রক্ষায় হুইলচেয়ারকে সঙ্গী করে মুম্বাই থেকে হায়দরাবাদে ছাভার প্রচারে যোগ দিতে উড়াল দিলেন রাশমিকা।
গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হুইলচেয়ারের বসার জন্য এগিয়ে যাচ্ছেন রাশমিকা। এরপর সেই হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন তাঁর টিমের এক সদস্য। সে সময় রাশমিকার পায়ে দেখা গেল অ্যাংকলেট, মাথায় কালো হ্যাট আর মুখে মাস্ক।
‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে রাশমিকার বৃহস্পতি এখন তুঙ্গে। ছাভা নিয়েও আশাবাদী এই দক্ষিণি অভিনেত্রী। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছাভা নির্মিত হয়েছে মারাঠি সাম্রাজ্যের গল্প নিয়ে। এতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী রানি যশুবাইয়ের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। মারাঠি ট্র্যাডিশনাল শাড়ি, কপালে বড় লাল টিপ, নাকে নথ—এমন সাজেই দেখা গেল রাশমিকাকে। শিবাজি মহারাজের জীবনে যশুবাইয়ের ভূমিকা তুলে ধরা হয়েছে রাশমিকার চরিত্রের মাধ্যমে। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছাভা।
নিজের কথা রাখতে সারা দুনিয়া এক করে দেন অভিনয়শিল্পীরা। পর্দায় প্রায়ই এমনটা দেখা যায়। এবার বাস্তবেও সেটা করে দেখাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পায়ে ব্যথার কারণে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও হুইলচেয়ারকে সঙ্গী করে যোগ দিলেন ‘ছাভা’ সিনেমার প্রমোশনে।
সম্প্রতি জিম করতে গিয়ে পায়ে ব্যথা পান ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে রাশমিকার নতুন সিনেমা ছাভার প্রচার। আগে থেকেই প্রচারের অংশ নেওয়ার জন্য শিডিউল দেওয়া ছিল তাঁর। নিজের কমিটমেন্ট রক্ষায় হুইলচেয়ারকে সঙ্গী করে মুম্বাই থেকে হায়দরাবাদে ছাভার প্রচারে যোগ দিতে উড়াল দিলেন রাশমিকা।
গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হুইলচেয়ারের বসার জন্য এগিয়ে যাচ্ছেন রাশমিকা। এরপর সেই হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন তাঁর টিমের এক সদস্য। সে সময় রাশমিকার পায়ে দেখা গেল অ্যাংকলেট, মাথায় কালো হ্যাট আর মুখে মাস্ক।
‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে রাশমিকার বৃহস্পতি এখন তুঙ্গে। ছাভা নিয়েও আশাবাদী এই দক্ষিণি অভিনেত্রী। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছাভা নির্মিত হয়েছে মারাঠি সাম্রাজ্যের গল্প নিয়ে। এতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী রানি যশুবাইয়ের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। মারাঠি ট্র্যাডিশনাল শাড়ি, কপালে বড় লাল টিপ, নাকে নথ—এমন সাজেই দেখা গেল রাশমিকাকে। শিবাজি মহারাজের জীবনে যশুবাইয়ের ভূমিকা তুলে ধরা হয়েছে রাশমিকার চরিত্রের মাধ্যমে। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছাভা।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে