জ্যাকলিন ফার্নান্ডেজ কি বরাবরই বিত্তশালীদের প্রতি দুর্বল? তাঁর প্রেমিকদের নামের তালিকা দেখে এমন প্রশ্ন উঠতেই পারে। ভারতীয় সংবাদমাধ্যম টেনে আনলো পুরনো এক সম্পর্ককে। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন যেমন সুকেশ চন্দ্রশেখরের মতো ধনার্ঢ্য প্রতারকের প্রেমিকা, তেমনই তাঁর তুমুল প্রেম ছিল বাহারাইনের যুবরাজের সঙ্গেও। সুকেশ যদি হন ‘২০০ কোটির মালিক’, সেই শেখ হাসান বিন রশিদ আল খলিফার সম্পত্তির পরিমাণ কত জানেন? সংবাদমাধ্যমগুলো বলছে, ১১.৪ বিলিয়ন মার্কিন ডলার! ২০১১-র একটি সমীক্ষা অনুযায়ী, তিনি বিশ্বের সবচেয়ে ধনী রাজ পরিবারের সদস্যদের অন্যতম।
জ্যাকলিনের সঙ্গে যুবরাজের প্রেম কিন্তু এক-দু’দিনের নয়। প্রায় দশ বছর নাকি দুজনের প্রেমের সম্পর্ক ছিল। শেখ হাসান বিন রশিদ আল খলিফা দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালবাসেন। ভ্রমণ পিয়াসীর পাশাপাশি তিনি প্রথম সারির সঙ্গীতশিল্পীও। কোনো এক অনুষ্ঠানে জ্যাকলিনের সঙ্গে পরিচয়। সেভাবেই জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ নাকি স্বীকার করেছিলেন, তিনি ও জ্যাকলিন প্রেম করেছেন। কিন্তু নানা সমস্যায় দুজনে আলাদা হয়ে যায়। এমনকি যুবরাজ দাবি করেছেন, নায়িকার জীবনে একাধিক পুরুষের উপস্থিতি টের পেয়েছেন তিনি। সেই তালিকায় সাজিদ খান, অ্যাডাম ক্যাল্ডেরারের নাম রয়েছে। যদিও জ্যাকলিন তা অস্বীকার করেছেন। বিচ্ছেদের পরে নাকি বিরহে কাতর যুবরাজ একটি গানের অ্যালবামও প্রকাশ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সে পর্ব অতীত। বর্তমানে চর্চায় জ্যাকলিন-সুকেশ। প্রকাশ পেয়েছে দুজনের ঘনিষ্ঠ ছবিও। সে ছবি না ছড়ানোর অনুরোধ জানিয়ে জ্যাকলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন, ‘আপনাদের প্রিয়জনের গায়েও কি এ ভাবেই আপনারা কাদা ছেটান?’ ইতিমধ্যেই ২০০ কোটির প্রতারণায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কের খাতিরে নায়িকা দুইবার ইডির মুখোমুখি হয়েছেন। এর আগে জ্যাকলিন দাবি করেন, তিনি সুকেশের আসল পরিচয় জানতেন না।
জ্যাকলিন ফার্নান্ডেজ কি বরাবরই বিত্তশালীদের প্রতি দুর্বল? তাঁর প্রেমিকদের নামের তালিকা দেখে এমন প্রশ্ন উঠতেই পারে। ভারতীয় সংবাদমাধ্যম টেনে আনলো পুরনো এক সম্পর্ককে। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন যেমন সুকেশ চন্দ্রশেখরের মতো ধনার্ঢ্য প্রতারকের প্রেমিকা, তেমনই তাঁর তুমুল প্রেম ছিল বাহারাইনের যুবরাজের সঙ্গেও। সুকেশ যদি হন ‘২০০ কোটির মালিক’, সেই শেখ হাসান বিন রশিদ আল খলিফার সম্পত্তির পরিমাণ কত জানেন? সংবাদমাধ্যমগুলো বলছে, ১১.৪ বিলিয়ন মার্কিন ডলার! ২০১১-র একটি সমীক্ষা অনুযায়ী, তিনি বিশ্বের সবচেয়ে ধনী রাজ পরিবারের সদস্যদের অন্যতম।
জ্যাকলিনের সঙ্গে যুবরাজের প্রেম কিন্তু এক-দু’দিনের নয়। প্রায় দশ বছর নাকি দুজনের প্রেমের সম্পর্ক ছিল। শেখ হাসান বিন রশিদ আল খলিফা দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালবাসেন। ভ্রমণ পিয়াসীর পাশাপাশি তিনি প্রথম সারির সঙ্গীতশিল্পীও। কোনো এক অনুষ্ঠানে জ্যাকলিনের সঙ্গে পরিচয়। সেভাবেই জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ নাকি স্বীকার করেছিলেন, তিনি ও জ্যাকলিন প্রেম করেছেন। কিন্তু নানা সমস্যায় দুজনে আলাদা হয়ে যায়। এমনকি যুবরাজ দাবি করেছেন, নায়িকার জীবনে একাধিক পুরুষের উপস্থিতি টের পেয়েছেন তিনি। সেই তালিকায় সাজিদ খান, অ্যাডাম ক্যাল্ডেরারের নাম রয়েছে। যদিও জ্যাকলিন তা অস্বীকার করেছেন। বিচ্ছেদের পরে নাকি বিরহে কাতর যুবরাজ একটি গানের অ্যালবামও প্রকাশ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সে পর্ব অতীত। বর্তমানে চর্চায় জ্যাকলিন-সুকেশ। প্রকাশ পেয়েছে দুজনের ঘনিষ্ঠ ছবিও। সে ছবি না ছড়ানোর অনুরোধ জানিয়ে জ্যাকলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন, ‘আপনাদের প্রিয়জনের গায়েও কি এ ভাবেই আপনারা কাদা ছেটান?’ ইতিমধ্যেই ২০০ কোটির প্রতারণায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কের খাতিরে নায়িকা দুইবার ইডির মুখোমুখি হয়েছেন। এর আগে জ্যাকলিন দাবি করেন, তিনি সুকেশের আসল পরিচয় জানতেন না।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে