অক্ষয় কুমার ও টাইগার শ্রফের আসন্ন সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’র শুটিং ফ্লোরে চিতা বাঘের হামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় ছবিটির মেকআপ শিল্পী শ্রাবণ বিশ্বকর্মা আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। তবে এ ঘটনার সময় শুটিং স্পটে অক্ষয় বা টাইগার শ্রফ উপস্থিত ছিলেন না।
শুটিং শেষ হওয়ার পর মেকআপ শিল্পী তাঁর এক বন্ধুকে হোটেলের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে তাঁর ওপর। হাসপাতাল থেকে শ্রাবণ বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে জানান, ‘বাইকে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে ছাড়তে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে ততক্ষণে আমি হাসপাতালের বিছানায়।’
এ দিকে মেকআপ শিল্পীর ওপর এই হামলায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘এ ঘটনার গুরুত্ব বোঝার অনুরোধ করছি। এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। সর্বভারতীয় সিনে ওয়ার্কার্সের সভাপতি হিসাবে আমি জানতে চাই, কে চিতা বাঘ থেকে বাঁচার নিশ্চয়তা দেবে? ফিল্ম সিটিতে বারবার চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। অথচ যেখানে হাজার হাজার শুটিং হয়। আমি চাই সরকারের এ বিষয়ে নজর দেওয়া দরকার। ফিল্ম সিটি তিন শ একর জমির ওপর নির্মিত। আপনি যদি রাতে এখানে বেড়াতে যান, তাহলে দেখবেন স্ট্রিট লাইটেরও সুবিধাও নেই। এখানে লাইটের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
বাশু ভগনানি এবং পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত অ্যাকশন ফিল্ম ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিয়া ছোট মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। নির্মাতারা জানিয়েছেন, নতুন এই সিনেমাটি পুরোনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের সিনেমাটি থেকে শুধু নাম ধরা করা হয়েছে। গল্পেও রয়েছে ভিন্নতা।
অক্ষয় কুমার ও টাইগার শ্রফের আসন্ন সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’র শুটিং ফ্লোরে চিতা বাঘের হামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় ছবিটির মেকআপ শিল্পী শ্রাবণ বিশ্বকর্মা আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। তবে এ ঘটনার সময় শুটিং স্পটে অক্ষয় বা টাইগার শ্রফ উপস্থিত ছিলেন না।
শুটিং শেষ হওয়ার পর মেকআপ শিল্পী তাঁর এক বন্ধুকে হোটেলের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে তাঁর ওপর। হাসপাতাল থেকে শ্রাবণ বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে জানান, ‘বাইকে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে ছাড়তে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে ততক্ষণে আমি হাসপাতালের বিছানায়।’
এ দিকে মেকআপ শিল্পীর ওপর এই হামলায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘এ ঘটনার গুরুত্ব বোঝার অনুরোধ করছি। এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। সর্বভারতীয় সিনে ওয়ার্কার্সের সভাপতি হিসাবে আমি জানতে চাই, কে চিতা বাঘ থেকে বাঁচার নিশ্চয়তা দেবে? ফিল্ম সিটিতে বারবার চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। অথচ যেখানে হাজার হাজার শুটিং হয়। আমি চাই সরকারের এ বিষয়ে নজর দেওয়া দরকার। ফিল্ম সিটি তিন শ একর জমির ওপর নির্মিত। আপনি যদি রাতে এখানে বেড়াতে যান, তাহলে দেখবেন স্ট্রিট লাইটেরও সুবিধাও নেই। এখানে লাইটের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
বাশু ভগনানি এবং পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত অ্যাকশন ফিল্ম ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিয়া ছোট মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। নির্মাতারা জানিয়েছেন, নতুন এই সিনেমাটি পুরোনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের সিনেমাটি থেকে শুধু নাম ধরা করা হয়েছে। গল্পেও রয়েছে ভিন্নতা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে