করণ জোহরের সিনেমা মানেই বলিউডজুড়ে আলোচনা। তার ছবিতে অভিনয়ের প্রস্তাব যেন অভিনয়শিল্পীদের ভাগ্যের ব্যাপার। আর সেই পরিচালককে না করে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক করণকে জানিয়ে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না।
কয়েকদিন আগেই খবরে আসে করণ তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও ছবির অফার দিয়েছেন। সেই ছবির অফারই ফিরিয়ে দিয়েছেন পরম।
পরমব্রত জানিয়েছেন, ‘করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভাল লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।’
করণ জোহর পরিচালকের আসনে থেকে সর্বশেষ ছবি বানিয়েছেন ‘অ্যায় দিল হে মুশকিল’। রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি সেই ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে করণ জোহর স্বল্পদৈর্ঘ্য দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন করণ।
করণ জোহরের সিনেমা মানেই বলিউডজুড়ে আলোচনা। তার ছবিতে অভিনয়ের প্রস্তাব যেন অভিনয়শিল্পীদের ভাগ্যের ব্যাপার। আর সেই পরিচালককে না করে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক করণকে জানিয়ে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না।
কয়েকদিন আগেই খবরে আসে করণ তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও ছবির অফার দিয়েছেন। সেই ছবির অফারই ফিরিয়ে দিয়েছেন পরম।
পরমব্রত জানিয়েছেন, ‘করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভাল লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।’
করণ জোহর পরিচালকের আসনে থেকে সর্বশেষ ছবি বানিয়েছেন ‘অ্যায় দিল হে মুশকিল’। রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি সেই ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে করণ জোহর স্বল্পদৈর্ঘ্য দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন করণ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে