অ্যাকশন হিরো হিসেবে বলিউডে এরই মধ্যে নিজেকে পরিচিত করেছেন টাইগার শ্রফ। অ্যাকশন সিনেমা ‘হিরোপান্তি’ দিয়ে তাঁর অভিষেক হয়েছিল। এরপর ‘হিরোপান্তি’র সিক্যুয়েলেও দাপট দেখিয়েছেন। পরে ‘বাঘি’র তিন পর্ব ও ‘ওয়ার’ সিনেমায় তাঁর মারদাঙ্গা স্টান্টের প্রশংসা করেছেন সবাই। টাইগার নিজেও চাইছেন এ ধরনের সিনেমায় প্রতিষ্ঠিত হতে। অন্যদিকে বরুণ ধাওয়ানের নামের সঙ্গে অ্যাকশন হিরো ট্যাগ না লাগলেও ‘বদলাপুর’, ‘দিলওয়ালে’, ‘ঢিসুম’সহ কয়েকটি সিনেমায় ভালোই মারপিট করেছেন। নিজেকে তিনি ছড়িয়ে দিয়েছেন অ্যাকশন, রোমান্টিক, কমেডি—সব ঘরানার দিকে। এবার প্রথমবারের মতো এ দুই নায়কের দেখা হবে এক গল্পে। তাঁদের নিয়ে নতুন একটি অ্যাকশন সিনেমার পরিকল্পনা করেছেন করণ জোহর।
আজ নির্মাতা করণ জোহরের জন্মদিন। ৫০ বছর বয়সে এসে স্বাদ বদল করতে চাইছেন তিনি। কয়েক দিন আগে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস টুইটারে ঘোষণা দিয়েছে, নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন করণ জোহর। ১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে পরিচালনা শুরুর পর কেটে গেছে ২৫টি বছর। এই দীর্ঘ সময়ে করণ শুধু পারিবারিক ড্রামা ও রোমান্টিক গল্প নিয়েই কাজ করেছেন। এত দিনে তাঁর মনে হয়েছে, স্বাদ বদল করা দরকার। আর এখনই সেটার মোক্ষম সময়। তাই এবার অ্যাকশন সিনেমা নির্মাণ করতে চাইছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করণের প্রথম অ্যাকশন সিনেমায় থাকবেন দুই নায়ক—বরুণ ও টাইগার।
বলিউডে এখন অ্যাকশনের জয়জয়কার চলছে। শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করার পর অনেকেই ঝুঁকেছেন অ্যাকশনের দিকে। দর্শককে হলে আনতে এটাকেই একমাত্র অস্ত্র হিসেবে দেখছেন বলিউড নির্মাতারা। এ প্রবণতা থেকেই করণ অ্যাকশনে আসছেন বলে মনে করা হচ্ছে বলিউড হাঙ্গামার ওই প্রতিবেদনে। তবে বরুণ-টাইগারের সিনেমাটির নাম কী হবে, তা এখনো জানা যায়নি। নায়িকা কে বা কারা হবেন, তাও ঠিক হয়নি। খোঁজাখুঁজি চলছে।
অ্যাকশন হিরো হিসেবে বলিউডে এরই মধ্যে নিজেকে পরিচিত করেছেন টাইগার শ্রফ। অ্যাকশন সিনেমা ‘হিরোপান্তি’ দিয়ে তাঁর অভিষেক হয়েছিল। এরপর ‘হিরোপান্তি’র সিক্যুয়েলেও দাপট দেখিয়েছেন। পরে ‘বাঘি’র তিন পর্ব ও ‘ওয়ার’ সিনেমায় তাঁর মারদাঙ্গা স্টান্টের প্রশংসা করেছেন সবাই। টাইগার নিজেও চাইছেন এ ধরনের সিনেমায় প্রতিষ্ঠিত হতে। অন্যদিকে বরুণ ধাওয়ানের নামের সঙ্গে অ্যাকশন হিরো ট্যাগ না লাগলেও ‘বদলাপুর’, ‘দিলওয়ালে’, ‘ঢিসুম’সহ কয়েকটি সিনেমায় ভালোই মারপিট করেছেন। নিজেকে তিনি ছড়িয়ে দিয়েছেন অ্যাকশন, রোমান্টিক, কমেডি—সব ঘরানার দিকে। এবার প্রথমবারের মতো এ দুই নায়কের দেখা হবে এক গল্পে। তাঁদের নিয়ে নতুন একটি অ্যাকশন সিনেমার পরিকল্পনা করেছেন করণ জোহর।
আজ নির্মাতা করণ জোহরের জন্মদিন। ৫০ বছর বয়সে এসে স্বাদ বদল করতে চাইছেন তিনি। কয়েক দিন আগে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস টুইটারে ঘোষণা দিয়েছে, নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন করণ জোহর। ১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে পরিচালনা শুরুর পর কেটে গেছে ২৫টি বছর। এই দীর্ঘ সময়ে করণ শুধু পারিবারিক ড্রামা ও রোমান্টিক গল্প নিয়েই কাজ করেছেন। এত দিনে তাঁর মনে হয়েছে, স্বাদ বদল করা দরকার। আর এখনই সেটার মোক্ষম সময়। তাই এবার অ্যাকশন সিনেমা নির্মাণ করতে চাইছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করণের প্রথম অ্যাকশন সিনেমায় থাকবেন দুই নায়ক—বরুণ ও টাইগার।
বলিউডে এখন অ্যাকশনের জয়জয়কার চলছে। শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করার পর অনেকেই ঝুঁকেছেন অ্যাকশনের দিকে। দর্শককে হলে আনতে এটাকেই একমাত্র অস্ত্র হিসেবে দেখছেন বলিউড নির্মাতারা। এ প্রবণতা থেকেই করণ অ্যাকশনে আসছেন বলে মনে করা হচ্ছে বলিউড হাঙ্গামার ওই প্রতিবেদনে। তবে বরুণ-টাইগারের সিনেমাটির নাম কী হবে, তা এখনো জানা যায়নি। নায়িকা কে বা কারা হবেন, তাও ঠিক হয়নি। খোঁজাখুঁজি চলছে।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।
৯ ঘণ্টা আগেতিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
১৯ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
২০ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
২০ ঘণ্টা আগে