Ajker Patrika

নাট্যকার মোমেনা চৌধুরীর ‘আত্মজয়’ নাটকে মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মোমেনা চৌধুরী ও তাহমিনা সুলতানা মৌ। ছবি: সংগৃহীত
মোমেনা চৌধুরী ও তাহমিনা সুলতানা মৌ। ছবি: সংগৃহীত

মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামের নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ।

দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা মোমেনা চৌধুরী এই প্রথম মঞ্চের জন্য কোনো নাটক লিখেছেন। তিনি বলেন, ‘আগে টুকটাক লিখতাম। করোনার সময় কোয়ান্টাম ওয়েবসাইটে ১৯টি ছোটগল্প লিখেছিলাম। সেখান থেকেই নাটক লেখার সাহস পেলাম।’ আত্মহত্যা থেকে মানুষকে নিরুৎসাহিত করার প্রেক্ষাপটে তৈরি হয়েছে আত্মজয়।

মোমেনা চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ে যে অস্থিরতা, মানুষের চাওয়া-পাওয়া, আর্থসামাজিক অবস্থা—সবকিছু মিলিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন সময় খবর পাই, ছোট ছোট বিষয় নিয়ে মানুষ আত্মহত্যা করছে। মানুষকে আত্মহত্যা থেকে নিরুৎসাহিত করার জন্যই আত্মজয় লেখা। আত্মজয়ের জন্য চাই আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস থাকলে আমরা এগিয়ে যেতে পারব। এই বিষয়টাই উঠে এসেছে নাটকটিতে।’

আত্মজয় নাটকে মমতাজ বেগম চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ। একসময় ‘সুবচন’ ও ‘বটতলা’ নাট্যদলের হয়ে মঞ্চে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। মৌ বলেন, ‘সব সময় মঞ্চে অভিনয় করতে ইচ্ছা করে। কিন্তু টিভি নাটকে নিয়মিত অভিনয় করার ফলে মঞ্চের জন্য সময় বের করাটা কঠিন হয়ে যায়। অনেক দিন পর মঞ্চে আবারও অভিনয় করব ভেবে খুব ভালো লাগছে।’

‘আত্মজয়’ নাটকে মৌ। ছবি: সংগৃহীত
‘আত্মজয়’ নাটকে মৌ। ছবি: সংগৃহীত

আত্মজয় নাটকে আরও অভিনয় করেছেন রাফিউল রকি, আনুশকা দেবনাথ, মিতু রহমান, তানভীর সানি ও মোমেনা চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, আবহ সংগীত করেছেন নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত