Ajker Patrika

দুই পরিবারের গল্প নিয়ে ধারাবাহিক ‘গিট্টু’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ধারাবাহিক নাটক ‘গিট্টু’র শুটিংয়ে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত
ধারাবাহিক নাটক ‘গিট্টু’র শুটিংয়ে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।

ধারাবাহিকটির গল্প খন্দকার পরিবার আর মির্জা পরিবারকে নিয়ে। একসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল দুই পরিবারের। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। যেকোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। দুই পরিবারের এসব দ্বন্দ্ব নানা হাস্যরস আর মজার ঘটনার জন্ম দেয়। এদিকে খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল একসময় প্রেমে জড়িয়ে যায়। মির্জা ও খন্দকার পরিবারকে মিলিয়ে দিতে চায় তারা। তবে পরিবারের কেউ যেন তাদের এই সম্পর্কের বিষয়টি টের না পায়, সে জন্য নিজেদের মধ্যে লোকদেখানো শত্রুতা বজায় রাখতে নানা কাণ্ড ঘটায় তারা।

নির্মাতা রুমান রুনি বলেন, ‘দুই পরিবারের দ্বন্দ্বকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভালোবাসার গল্পও দেখা যাবে। দুই পরিবারের দ্বন্দ্ব মিটিয়ে নিজেদের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার একটা চ্যালেঞ্জ দেখা যাবে। আসলে নানা দ্বন্দ্ব আর হাস্যরসের মাধ্যমে সমাজের ও পরিবারের নানা অসংগতি আর বিচ্যুতির কথাটাও বলার চেষ্টা করেছি। অভিনয়শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো কাজ করেছেন। আশা করছি, দর্শক ধারাবাহিকটি উপভোগ করবেন।’

গিট্টু ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সেমন্তী সৌমি, আবদুল্লাহ রানা, রুমান রুনি, শবনম পারভীন, রেশমা আহমেদ, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, কামরুন নাহার রুমা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত