Ajker Patrika

ফেরদৌস-অপুর উপস্থাপনায় এবারের ঈদ ‘আনন্দ মেলা’

ফেরদৌস-অপুর উপস্থাপনায়  এবারের ঈদ ‘আনন্দ মেলা’

প্রতি ঈদের বিশেষ আয়োজন হিসেবে বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের আনন্দ মেলায়ও থাকছে তারকাদের বর্ণিল পরিবেশনা। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে তৈরি হয়েছে এবারের আনন্দ মেলা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা—সবই থাকছে অনুষ্ঠানে।

আনন্দ মেলার একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক প্রয়াত ফারুককে উৎসর্গ করে। তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিয়ো না জলে কন্যা’—গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাঁদের। 

‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মুক্তিপ্রতীক্ষিত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’র অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা-পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং চিত্রনায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তাঁর কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।

মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত