Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

‘ফ্যাঁকড়া’, ‘বহুরূপী’সহ ওটিটিতে আসছে যেসব সিনেমা-সিরিজ

বিনোদন ডেস্ক
শ্যামল মাওলা ও সারাহ আলম।	ছবি: সংগৃহীত
শ্যামল মাওলা ও সারাহ আলম। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

ফ্যাঁকড়া (বাংলা সিরিজ)

  • অভিনয়: শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, সারাহ আলম, নিদ্রা দে নেহা
  • মুক্তি: বঙ্গ (৮ মে)
  • গল্পসংক্ষেপ: প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের।

আজব কারখানা (বাংলা সিনেমা)

  • অভিনয়: পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান
  • মুক্তি: আইস্ক্রিন (৮ মে)
  • গল্পসংক্ষেপ: রকস্টার রাজিব হাসান। দেশব্যাপী তার নাম ও ক্রেজ। সে সারা দিন মদ পান করে। স্ত্রী সন্তান থাকলেও গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটায়, সাঁতার কাটে, লং ড্রাইভে যায়। রাজিবকে একটা টেলিভিশন চ্যানেল থেকে লোকসংগীতভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব দেওয়া হয়। রাজিব প্রথমে রাজি না হলেও তাকে রাজি করায় প্রযোজক। বাউলদের সঙ্গে কথা বলার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় তাকে। গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে রাজীব।

গুড ব্যাড আগলি (তামিল সিনেমা)

  • অভিনয়: অজিত কুমার, অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ
  • মুক্তি: নেটফ্লিক্স (৮ মে)
  • গল্পসংক্ষেপ: স্ত্রী রম্য ও তার ছেলে বিহানের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করতে আত্মসমর্পণ করে কুখ্যাত অপরাধী এ কে ওরফে ‘দ্য রেড ড্রাগন’। ১৮ বছর সাজা ভোগ করে জেল থেকে মুক্তি পাওয়ার পর স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে গেলে শত্রুপক্ষের ভাড়াটে খুনিরা এ কের ওপর হামলা করে। ভয় পেয়ে যায় রম্য। একদিন এ কে খবর পায়, বিহানকে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বুঝতে পারে বিহানের গ্রেপ্তারের পেছনে রয়েছে কোনো এক গ্যাংস্টার। সেই গ্যাংস্টারকে খুঁজতে শুরু করে এ কে।

বহুরূপী (বাংলা সিনেমা)

  • অভিনয়: শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখার্জি
  • মুক্তি: জি ফাইভ (৯ মে)
  • গল্পসংক্ষেপ: জুট মিলের একজন কর্মীকে সেই মিলের এক ইউনিয়ন লিডারকে হত্যার দায়ে ফাঁসিয়ে দেওয়া হয়। সাজা ভোগের পর সে হয়ে ওঠে ভয়ংকর এক বহুরূপী। একের পর এক ব্যাংক ডাকাতি করে। এবার সত্যিকারের অপরাধ করেও বারবার বেঁচে যায় এবং শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ঘটা অন্যায়ের বদলা নেয়।

গ্রাম চিকিৎসালয় (হিন্দি সিরিজ)

  • অভিনয়: অমল পরাশর, বিনয় পাঠক, আকাশ মাখিজা
  • মুক্তি: আমাজন প্রাইম (৯ মে)
  • গল্পসংক্ষেপ: ভারতের উত্তর প্রদেশের এক গ্রামের মানুষদের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। এখানে সব রোগের চিকিৎসা করে হাতুড়ে ডাক্তাররা। একসময় সেই গ্রামের মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতে শহর থেকে আসে এক তরুণ চিকিৎসক। গ্রামে এসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। কারণ, সেখানকার মানুষের মনে রয়েছে নানা ধরনের কুসংস্কার। প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়া হাতুড়ে ডাক্তাররা।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত