প্রতিনিধি, জাককানইবি
এবারের ঈদুল আজহা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একদল তরুণ শিক্ষার্থীর হাত ধরে সাত দিন ব্যাপী দীপ্ত টিভিতে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আয়োজন ‘সাত দুগুণে চৌদ্দ’। সাত দিন ব্যাপী আয়োজনে প্রতিদিন দুইটি করে মোট চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। যা কি-না “সাত দুগুণে চৌদ্দ”।
জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ জন তরুণ শিক্ষার্থী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন।
আর এর উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।
মনোজ কুমার অভিনয়ের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষতা করছেন। নিজের ডিপার্টমেন্টের ১৪ জন শিক্ষার্থীকে এবারের ঈদে পরিচালকের আসনে অভিষেক করাচ্ছেন তিনি।
এবারের ঈদে ১৪ জন নবীন নির্মাতা ‘সাত দুগুণে চৌদ্দ’ শিরোনামে নিয়ে আসছেন ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করছেন আলফা আই এবং বাস্তবায়নে মনপাচিত্র।
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুটি করে রাত ১১: ৩০ ও ১১: ৫০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হবে। চলচ্চিত্রগুলো ঈদ পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে। কয়েকটাতে মনোজ কুমার নিজেও অভিনয় করেছেন। একেকটার ট্রেলার দেখে মনে হচ্ছে, ভিন্ন ধরনের গল্প বলার প্রয়াস।
নবীনদের নবনির্মিত কাজ গুলো হলো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নওমহল” পরিচালনায় এবি মামুন, “জুজু” পরিচালনায় সিজু শাহরিয়ার, “সহজ সুন্দর” পরিচালনায় জিডি মজুমদার, “বিড়াল তপস্যা” পরিচালনায় ইশতিয়াক জিহাদ, “কাউয়া” পরিচালনায় গোলাম মুনতাকিম ফাহিম, “শুক্রবার” পরিচালনায় হুমায়রা স্নিগ্ধা, “ভূগোল+” পরিচালনায় মানব মিত্র, “গ্যাঁড়াকল” পরিচালনায় রাহিল রহমান, “সেমিডেট” পরিচালনায় মুনসিফ উজ জামান মিম, “আনোয়ারা মনোয়ারা” ইকবাল হাসান খান, “দেজাভ্যু” পরিচালনায় শ্রী অভীক চন্দ্র তালুকদার, “মধু চক্র” পরিচালনায় হাসিব আহমেদ, “জসুয়া সূর্যসেন জর্ডান বাসকে” পরিচালনায় আহসাবুল ইয়ামিন রিয়াদ, “ঝিলিক” শফিকুল সাজীব।
এবারের ঈদুল আজহা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একদল তরুণ শিক্ষার্থীর হাত ধরে সাত দিন ব্যাপী দীপ্ত টিভিতে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আয়োজন ‘সাত দুগুণে চৌদ্দ’। সাত দিন ব্যাপী আয়োজনে প্রতিদিন দুইটি করে মোট চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। যা কি-না “সাত দুগুণে চৌদ্দ”।
জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ জন তরুণ শিক্ষার্থী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন।
আর এর উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।
মনোজ কুমার অভিনয়ের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষতা করছেন। নিজের ডিপার্টমেন্টের ১৪ জন শিক্ষার্থীকে এবারের ঈদে পরিচালকের আসনে অভিষেক করাচ্ছেন তিনি।
এবারের ঈদে ১৪ জন নবীন নির্মাতা ‘সাত দুগুণে চৌদ্দ’ শিরোনামে নিয়ে আসছেন ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করছেন আলফা আই এবং বাস্তবায়নে মনপাচিত্র।
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুটি করে রাত ১১: ৩০ ও ১১: ৫০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হবে। চলচ্চিত্রগুলো ঈদ পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে। কয়েকটাতে মনোজ কুমার নিজেও অভিনয় করেছেন। একেকটার ট্রেলার দেখে মনে হচ্ছে, ভিন্ন ধরনের গল্প বলার প্রয়াস।
নবীনদের নবনির্মিত কাজ গুলো হলো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নওমহল” পরিচালনায় এবি মামুন, “জুজু” পরিচালনায় সিজু শাহরিয়ার, “সহজ সুন্দর” পরিচালনায় জিডি মজুমদার, “বিড়াল তপস্যা” পরিচালনায় ইশতিয়াক জিহাদ, “কাউয়া” পরিচালনায় গোলাম মুনতাকিম ফাহিম, “শুক্রবার” পরিচালনায় হুমায়রা স্নিগ্ধা, “ভূগোল+” পরিচালনায় মানব মিত্র, “গ্যাঁড়াকল” পরিচালনায় রাহিল রহমান, “সেমিডেট” পরিচালনায় মুনসিফ উজ জামান মিম, “আনোয়ারা মনোয়ারা” ইকবাল হাসান খান, “দেজাভ্যু” পরিচালনায় শ্রী অভীক চন্দ্র তালুকদার, “মধু চক্র” পরিচালনায় হাসিব আহমেদ, “জসুয়া সূর্যসেন জর্ডান বাসকে” পরিচালনায় আহসাবুল ইয়ামিন রিয়াদ, “ঝিলিক” শফিকুল সাজীব।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
২ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
২ ঘণ্টা আগে