প্রতিনিধি, জাককানইবি
এবারের ঈদুল আজহা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একদল তরুণ শিক্ষার্থীর হাত ধরে সাত দিন ব্যাপী দীপ্ত টিভিতে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আয়োজন ‘সাত দুগুণে চৌদ্দ’। সাত দিন ব্যাপী আয়োজনে প্রতিদিন দুইটি করে মোট চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। যা কি-না “সাত দুগুণে চৌদ্দ”।
জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ জন তরুণ শিক্ষার্থী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন।
আর এর উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।
মনোজ কুমার অভিনয়ের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষতা করছেন। নিজের ডিপার্টমেন্টের ১৪ জন শিক্ষার্থীকে এবারের ঈদে পরিচালকের আসনে অভিষেক করাচ্ছেন তিনি।
এবারের ঈদে ১৪ জন নবীন নির্মাতা ‘সাত দুগুণে চৌদ্দ’ শিরোনামে নিয়ে আসছেন ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করছেন আলফা আই এবং বাস্তবায়নে মনপাচিত্র।
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুটি করে রাত ১১: ৩০ ও ১১: ৫০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হবে। চলচ্চিত্রগুলো ঈদ পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে। কয়েকটাতে মনোজ কুমার নিজেও অভিনয় করেছেন। একেকটার ট্রেলার দেখে মনে হচ্ছে, ভিন্ন ধরনের গল্প বলার প্রয়াস।
নবীনদের নবনির্মিত কাজ গুলো হলো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নওমহল” পরিচালনায় এবি মামুন, “জুজু” পরিচালনায় সিজু শাহরিয়ার, “সহজ সুন্দর” পরিচালনায় জিডি মজুমদার, “বিড়াল তপস্যা” পরিচালনায় ইশতিয়াক জিহাদ, “কাউয়া” পরিচালনায় গোলাম মুনতাকিম ফাহিম, “শুক্রবার” পরিচালনায় হুমায়রা স্নিগ্ধা, “ভূগোল+” পরিচালনায় মানব মিত্র, “গ্যাঁড়াকল” পরিচালনায় রাহিল রহমান, “সেমিডেট” পরিচালনায় মুনসিফ উজ জামান মিম, “আনোয়ারা মনোয়ারা” ইকবাল হাসান খান, “দেজাভ্যু” পরিচালনায় শ্রী অভীক চন্দ্র তালুকদার, “মধু চক্র” পরিচালনায় হাসিব আহমেদ, “জসুয়া সূর্যসেন জর্ডান বাসকে” পরিচালনায় আহসাবুল ইয়ামিন রিয়াদ, “ঝিলিক” শফিকুল সাজীব।
এবারের ঈদুল আজহা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একদল তরুণ শিক্ষার্থীর হাত ধরে সাত দিন ব্যাপী দীপ্ত টিভিতে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আয়োজন ‘সাত দুগুণে চৌদ্দ’। সাত দিন ব্যাপী আয়োজনে প্রতিদিন দুইটি করে মোট চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। যা কি-না “সাত দুগুণে চৌদ্দ”।
জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ জন তরুণ শিক্ষার্থী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন।
আর এর উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।
মনোজ কুমার অভিনয়ের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষতা করছেন। নিজের ডিপার্টমেন্টের ১৪ জন শিক্ষার্থীকে এবারের ঈদে পরিচালকের আসনে অভিষেক করাচ্ছেন তিনি।
এবারের ঈদে ১৪ জন নবীন নির্মাতা ‘সাত দুগুণে চৌদ্দ’ শিরোনামে নিয়ে আসছেন ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করছেন আলফা আই এবং বাস্তবায়নে মনপাচিত্র।
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুটি করে রাত ১১: ৩০ ও ১১: ৫০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হবে। চলচ্চিত্রগুলো ঈদ পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে। কয়েকটাতে মনোজ কুমার নিজেও অভিনয় করেছেন। একেকটার ট্রেলার দেখে মনে হচ্ছে, ভিন্ন ধরনের গল্প বলার প্রয়াস।
নবীনদের নবনির্মিত কাজ গুলো হলো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নওমহল” পরিচালনায় এবি মামুন, “জুজু” পরিচালনায় সিজু শাহরিয়ার, “সহজ সুন্দর” পরিচালনায় জিডি মজুমদার, “বিড়াল তপস্যা” পরিচালনায় ইশতিয়াক জিহাদ, “কাউয়া” পরিচালনায় গোলাম মুনতাকিম ফাহিম, “শুক্রবার” পরিচালনায় হুমায়রা স্নিগ্ধা, “ভূগোল+” পরিচালনায় মানব মিত্র, “গ্যাঁড়াকল” পরিচালনায় রাহিল রহমান, “সেমিডেট” পরিচালনায় মুনসিফ উজ জামান মিম, “আনোয়ারা মনোয়ারা” ইকবাল হাসান খান, “দেজাভ্যু” পরিচালনায় শ্রী অভীক চন্দ্র তালুকদার, “মধু চক্র” পরিচালনায় হাসিব আহমেদ, “জসুয়া সূর্যসেন জর্ডান বাসকে” পরিচালনায় আহসাবুল ইয়ামিন রিয়াদ, “ঝিলিক” শফিকুল সাজীব।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৭ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে