Ajker Patrika

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে খেলবেন শোবিজ তারকারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত
সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত চিত্রনায়ক সিয়াম আহমেদ।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক প্রসাধনসামগ্রী রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত সিয়াম আহমেদ। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শোবিজ তারকাদের ম্যাচ আয়োজনের ইঙ্গিত দেন তিনি।

ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেশের শোবিজ তারকাদের কোনো ম্যাচ খেলতে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘এই পরিকল্পনা আমার মধ্যেও আছে। বিসিবির কাছেও এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। খুশির খবর হলো, এই অনুষ্ঠানে আসার আগে রিমার্ক-হারল্যানের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিসিবি যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে বড় কিছু হবে। যদি তারা না আসে, তাহলে রিমার্ক-হারল্যানের সঙ্গে জড়িত তারকাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের একটা কিছু হতে যাচ্ছে।’

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে সিয়াম বলেন, ‘সাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনের মানুষদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, বিনোদন অঙ্গনের সবাইকে একত্র করা। ক্রিকেটকে কেন্দ্র করে সেই দূরত্ব যদি কিছুটা ঘোচে, তাহলে তো ভালোই হয়। আর ঢাকা ক্যাপিটালসের মালিক যেহেতু রিমার্ক-হারল্যান, তাই এই দলের সঙ্গেই ম্যাচ আয়োজনের কথা বলেছি।’

গত বছর তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট লিগের একটি টিমে সিয়াম আহমেদ ও সহশিল্পীরা। ছবি: সংগৃহীত
গত বছর তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট লিগের একটি টিমে সিয়াম আহমেদ ও সহশিল্পীরা। ছবি: সংগৃহীত

এই আয়োজনে শোবিজের কারা থাকতে পারেন, এমনটা জানতে চাইলে সিয়াম বলেন, ‘রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত তারকারা সবাই থাকবেন। এ ছাড়া এর বাইরে যাঁরা আছেন, তাঁদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আমরা চাচ্ছি বিনোদনের সবাইকে যুক্ত করতে।’

এই খেলা দিয়ে অসহায়দের সহায়তা করার ইচ্ছা সিয়ামের। তিনি বলেন, ‘আমরা দুই মাধ্যমের মানুষ যেহেতু একসঙ্গে হচ্ছি, তাই আমার ইচ্ছা, এই আয়োজনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রিমার্ক-হারল্যানের কাছে বিষয়টি জানিয়েছি। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

ম্যাচের পরিকল্পনা ঠিক করা হলেও সময় নির্ধারিত হয়নি। সিয়াম জানান, এই আয়োজন যেকোনো সময় হতে পারে। বিপিএল শুরুর আগেও হতে পারে, এমনকি মাঝামাঝি সময়ে কিংবা টুর্নামেন্ট শেষেও হতে পারে।

এবার বিপিএলে শাকিবের ঢাকা ক্যাপিটালসে খেলবেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, থিসারা পেরেরা, সাব্বির রহমানসহ দেশ-বিদেশের আরও অনেক তারকা খেলোয়াড়।

গত বছর শোবিজ তারকাদের নিয়ে ক্রিকেট লিগের আয়োজন করেছিল জেনারেশন নেক্সট। তবে খেলা চলাকালে তারকাদের মাঝে হাতাহাতি হলে আয়োজনটি শেষ করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আদর-বুবলী জুটির নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আদর ও বুবলী ছবি: সংগৃহীত
আদর ও বুবলী ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। বানাবেন জাহিদ হোসেন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ ও শবনম বুবলী। আজ রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার আনুষ্ঠানিক যাত্রা।

নির্মাতা জানান, ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের গল্পের মধ্যেই তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য। জাহিদ হোসেন বলেন, ‘এটি প্রেমের গল্প। এই গল্পটাকে তুলে ধরা হবে আমাদের পুরান ঢাকার শত শত বছরের পুরোনো ঐতিহ্যের মিশেলে। পুরান ঢাকা এমন একটি স্থান, যেখানে বিভিন্ন ধর্ম, জাতি, সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষের অনুষ্ঠান পালন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।’

ঢাকাইয়া দেবদাস নাম প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, দেবদাস নামটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যারা প্রেমে ব্যর্থ হয়, তারা নিজেদের মনে মনে দেবদাস ভাবে। এই সিনেমার গল্পেও নায়ক প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে তেমন ভাবতে শুরু করে। তাই সিনেমার নাম রাখা হয়েছে ঢাকাইয়া দেবদাস।

নির্মাতা জানান, আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং। পর্দায় পুরান ঢাকার ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার জন্য উৎসবের সময়ে রিয়েল লোকেশনে শুটিং করতে চান তিনি। আদর-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভল্যুশন মুভিজ ইন্টারন্যাশনাল।

ঢাকাইয়া দেবদাস আদর-বুবলী জুটির চতুর্থ সিনেমা। সৈকত নাসিরের ‘তালাশ’ দিয়ে জুটি হিসেবে বড় পর্দায় পথচলা শুরু আদর আজাদ ও শবনম বুবলীর। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় তাঁদের দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। এটি পরিচালনা করেন সাইফ চন্দন। গত বছর তাঁরা অভিনয় করেন জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমায়। এ বছর ঈদে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও তা হয়নি। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জায়েদ খানের অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্প্রতি উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শো উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানটির দশম পর্বে জায়েদ খানের অতিথি হিসেবে দেখা যাবে টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন ঋতুপর্ণা। দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন নিউইয়র্কের টাইমস স্কয়ারে বসে। সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রশিক্ষণ ও উৎসবে অংশ নিতে ফ্রান্সে যাচ্ছেন পূজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮: ৫১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি নাচ নিয়ে সেশন পরিচালনা করতে ও উৎসবে অংশ নিতে ফ্রান্সে যাচ্ছেন পূজা।

ফ্রান্সের জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণে ১৩ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ফ্রান্সের নিস শহরে অবস্থান করবেন পূজা সেনগুপ্ত। সেখানে লাবান মুভমেন্ট এনালাইসিস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেবেন, ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচ নিয়ে একটি সেশন পরিচালনা করবেন। এ ছাড়া জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির সঙ্গে চলতি মাসে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠেয় ২৫তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নেবেন পূজা।

পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজল্যুশন’ অন্যতম।

নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা একজন গবেষক। বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন তিনি। ২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে এবং ২০১৮-১৯ সালে ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন পূজা। ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি, রাশিয়ায় হারজেন স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তাঁর প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তাঁর নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

২০১৮ সালে নুরুল কাদের সম্মাননা লাভ করেন পূজা। ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং নৃত্যশিল্পী হিসেবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেসকোর সদস্যপদ লাভ করেন। ২০২২ সালে হোচিমিন প্রযোজনার জন্য পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। এ ছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ আরও নানা সম্মাননা পেয়েছেন পূজা সেনগুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘তোমার জন্য মন’, ‘অনুসন্ধান’সহ দেখা যাবে যেসব সিনেমা-সিরিজ

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

⊲ তোমার জন্য মন (বাংলা সিনেমা)

  • অভিনয়: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, সমু চৌধুরী
  • মুক্তি: চরকি (৬ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: দুই শহরের দুজন মানুষ রওনক ও পিউ একই সময়ে কক্সবাজার যায়। সেখানে তাদের পরিচয় হয়। একদিনের এক ভুল-বোঝাবুঝি থেকে ঘটতে থাকে নানা ঘটনা।

⊲ অনুসন্ধান (বাংলা সিরিজ)

  • অভিনয়: শুভশ্রী গাঙ্গুলি, সাগ্নিক, সোহিনি সেনগুপ্ত, স্বাগতা মুখোপাধ্যায়
  • মুক্তি: হইচই (৭ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: এক মহিলা জেলখানায় একের পর এক অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে কারাবন্দীরা। যেখানে কোনো পুরুষ প্রবেশের অনুমতি নেই, সেই জেলে কীভাবে এমন ঘটনা ঘটল? অনুসন্ধানে নামেন এক নারী সাংবাদিক। ঘটনাক্রমে সে নিজেই জড়িয়ে পড়ে ঝামেলায়।

⊲ বারামুল্লা (হিন্দি সিনেমা)

  • অভিনয়: নীলোফার হামিদ, মানব কৌল, কিয়ারা খান্না
  • মুক্তি: নেটফ্লিক্স (৭ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সুপারন্যাচারাল ঘরানার এ সিনেমা। গল্পে দেখা যাবে, এক বালক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার মুখোমুখি হয় এক পুলিশ কর্মকর্তা।

⊲ মহারানি সিজন ৪ (হিন্দি সিরিজ)

  • অভিনয়: হুমা কুরেশি, অমিত সিয়াল, অমি কুমার সিং
  • মুক্তি: সনি লিভ (৭ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: ১৯৯০-এর দশকের বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজ। রানী ভারতী নামের এক নিরক্ষর গৃহবধূ, তার স্বামী ভীমা দুর্ঘটনায় আহত হওয়ার পর হঠাৎ করেই বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যায় সে। রানী ভারতীর কৌশলগত রাজনীতির ভিন্ন এক দিক দেখা যাবে নতুন এই সিজনে। বিহারের রাজনীতি থেকে এবার জাতীয় রাজনীতিতে অংশ নিতে দেখা যাবে তাকে।

⊲ ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: জন মালকোভিচ, ভেনেসা কিরবি, জুলিয়া গার্নার
  • মুক্তি: জিও হটস্টার (৫ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: মহাকাশে একের পর এক গ্রহ অদৃশ্য হয়ে যাচ্ছে। বিশাল সাইজের এক প্রাণী গ্যালাকটাস মহাকাশে ঘুরে বেড়ায়। সে ঘটাচ্ছে এমন কাণ্ড। একসময় তার নজর পড়ে পৃথিবীর ওপর। পৃথিবীকে বাঁচানোর একমাত্র শর্ত ফ্যান্টাস্টিক ফোরের সদস্য রিড আর সুর সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে গ্যালাকটাসকে দিয়ে দিতে হবে। গ্যালাকটাসকে ধ্বংস করার পরিকল্পনা সাজায় ফ্যান্টাস্টিক ফোর।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত