Ajker Patrika

মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা ‘ডিউন-২’ সিনেমা দেখার, ল্যাপটপ পাঠিয়ে দিলেন পরিচালক 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২১: ১১
মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা ‘ডিউন-২’ সিনেমা দেখার, ল্যাপটপ পাঠিয়ে দিলেন পরিচালক 

মৃত্যুর আগে একেক মানুষের শেষ ইচ্ছা একেক রকম হয়। কেউবা খেতে চান নিজের সবচেয়ে পছন্দের খাবারটি, আবার কেউবা চান প্রিয়জনকে দেখতে। তবে কানাডায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। এক মৃত্যুপথযাত্রী ব্যক্তির শেষ ইচ্ছা হয় ‘ডিউন-২’ সিনেমাটি দেখবার। 

ওই মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে মুক্তির মাত্র ছয় সপ্তাহ আগেই গোপনে পরিচালক ডেনিস ভিলেনুভ সিনেমাটি নিজ ল্যাপটপসহ প্যালিয়েটিভ কেয়ার ফ্যাসিলিটিতেও পাঠিয়েছেন। 

কানাডার কুইবেকে পর্দাঘেরা প্যালিয়েটিভ কেয়ার কক্ষে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি এবং তাঁর একজন বন্ধু ভিলেনুভের ল্যাপটপে সিনেমাটি দেখেন। পরিচালকের একজন সহকারী সেদিনই বিমানে করে এই ল্যাপটপ নিয়ে যান। সিনেমার গোপনীয়তা রক্ষার্থে তাঁদের হলফনামায় স্বাক্ষর করতে হয়েছে এবং তাঁদের ফোন সরিয়ে ফেলা হয়েছিল যাতে সিনেমার কোনো কিছু ফাঁস না হয়ে যায়। 

পুরো বিষয়টি যাঁর কারণে সম্ভব হয়েছে তাঁর নাম জোসি গ্যাগনন। তিনি কানাডীয় দাতব্য সংস্থা ‘ল্যু আঁভা’-এর প্রতিষ্ঠাতা। এই দাতব্য সংস্থা মৃত্যুপথযাত্রীদের শেষ ইচ্ছা পূরণে কাজ করে। দ্য ওয়াশিংটন পোস্টকে গ্যাগনন বলেছেন, পুরো বিষয়টি ছিল সময়ের বিরুদ্ধে লড়াই করার মতো। 

গ্যাগনন সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই তিনি ঘটনাটি প্রকাশ করতে পেরেছেন। কিন্তু গোপনীয়তা রক্ষার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। 

তার ভাষ্যমতে, জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে কেউ ভিলেনুভের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবে কি না তা জানতে চাওয়া হয়েছিল। পোস্টে বলা হয়েছিল, ‘আমি একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য চমৎকার কিছু করতে চাই।’ 

পোস্টে আরও বলা হয়েছিল, সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওই ব্যক্তির হাতে খুব বেশি সময় নেই। পোস্টে এই অনুরোধের ব্যাপারে বিস্তারিত আর কিছু না থাকলেও অল্প সময়ের মধ্যেই বিষয়টি সম্পর্ক ভিলেনুভ অবগত হন। 

এই ব্যাপারে ভিলেনুভের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। 

শুক্রবার এক ফেসবুক পোস্টে গ্যাগনন জানিয়েছেন, ওই ব্যক্তির শেষ ইচ্ছা ভিলেনুভ এবং তাঁর স্ত্রী তানিয়া ল্যাপয়েন্টকে খুবই আবেগপ্রবণ করেছে। তাঁরা আমাকে বলেছেন, ‘ওই মৃত্যুপথযাত্রীর মতো সিনেমাপ্রেমীদের জন্যই তো আমরা সিনেমা বানাই।’ 

নিজের ফেসবুক পোস্টে এবং রেডিও কানাডাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাগনন জানিয়েছেন, সিনেমাটি দেখাতে প্রথমে ভিলেনুভ এবং তাঁর স্ত্রী ওই ব্যক্তিকে মন্ট্রিলে অথবা লস অ্যাঞ্জেলেসে বিমানযোগে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি অনেক বেশি দুর্বল থাকায় সেটি সম্ভব হয়নি। তারপর ১৬ জানুয়ারি ভিলেনুভের একজন সহকারী তাঁর (ভিলেনুভের) ল্যাপটপ নিয়ে কুইবেকে আসেন। এরপর তিনি কুইবেক শহরের ১৩০ মাইল উত্তরে অবস্থিত ওই অসুস্থ ব্যক্তির প্যালিয়েটিভ কেয়ার ফ্যাসিলিটিতে পৌঁছান।

গ্যাগনন পোস্টে লিখেছেন, ‘অসুস্থ ব্যক্তিটি আবার ইংরেজি জানতেন না। ফলে তিনি ফরাসি ভাষার সাব-টাইটেল দিয়ে সিনেমাটি দেখেছেন। তিনি এতটাই দুর্বল ছিলেন যে, আমরা ভেবেছিলাম তিনি হয়তো সিনেমা দেখার সময়েই মারা যাবেন।’ 

পোস্টে আরও বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে শারীরিক অসুস্থতার জন্য ওই ব্যক্তি ২ ঘণ্টা ৪৬ মিনিটের সম্পূর্ণ সিনেমাটি দেখে শেষ করতে পারেননি। তিনি শুধু অর্ধেক সিনেমাই দেখেছেন। এর কিছুদিন পরেই তিনি মারা যান। 

মুক্তির পর ‘ডিউন ২’ সমালোচক এবং দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছে এবং হিট হয়েছে। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই ৭২টি মার্কেট থেকে সিনেমাটি ১৮ কোটি ২৫ লাখ মার্কিন ডলার আয় করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত