২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনো অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন ‘চক্র’। ২০২১ সালে ২০ পর্বের টিভি ধারাবাহিক হিসেবে নির্মাণ করলেও গত অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজ আকারে মুক্তি দেওয়া হয় চক্র। এবার সিরিজের দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা দিল আইস্ক্রিন।
গত বৃহস্পতিবার প্রমোশন পার্টনার হাভাস মিডিয়ায় চক্র সিরিজের সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় দ্বিতীয় সিজনের। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির কলাকুশলীরা।
চক্রের দ্বিতীয় সিজন নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘চক্র নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। শুটিং শেষ করার দুই বছরের বেশি সময় পর প্রচার হয়েছে। শুরুতে ভয়ে ছিলাম এত এত বাধা-বিপত্তি পেরনো এমন একটা কনটেন্ট দর্শক দেখবে কি না। কিন্তু রিলিজের পর ভালো ফিডব্যাক পেয়েছি। অনেকেই নতুন সিজন কবে আসবে জানতে চাইছেন। ইতিমধ্যেই আমরা দ্বিতীয় সিজন নির্মাণের পরিকল্পনা শুরু করেছি। প্রথম সিজনে গল্পটা যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই দ্বিতীয় সিজন শুরু হবে।’
নির্মাতা আরও জানান, প্রথম সিজন ২০ পর্বের হলেও দ্বিতীয় সিজন তৈরি হবে সাত পর্বে। শিগগিরই শুরু হবে শুটিং। ২০২৫ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ সিরিজটি প্রচার শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
চক্র দিয়েই ওটিটিতে অভিষেক হয়েছে তৌসিফ মাহবুবের। ধারাবাহিক থেকে সিরিজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন অভিনেতা। তবে দর্শক কাজটি গ্রহণ করায় তা কেটে গেছে। তৌসিফ বলেন, ‘সত্যি বলতে সিরিজ আকারে মুক্তির ঘোষণার পর মানসিকভাবে চাপে ছিলাম। কারণ এভাবে ওটিটিতে আসতে চাইনি। কিন্তু মুক্তির পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে সেই ভয়টা কেটে যায়। এবার এর দ্বিতীয় সিজন তৈরি হচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। এবার ওয়েব সিরিজ হিসেবেই কাজটা করব।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘এটা একেবারে অন্যরকম ধাঁচের একটা কাজ যা সচরাচর করার সুযোগ হয় না। পুরো সিরিজ দেখে অনেক দর্শক এরপর কী হবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অডিয়ন্সের ডিমান্ডেই সিজন ২ আসছে।’
চক্রের প্রথম সিজনে ফারিণকে ছুরিকাঘাত করে তৌসিফ। তাই অনেকের প্রশ্ন, দ্বিতীয় সিজনে কি দেখা যাবে ফারিণকে? নির্মাতা ভিকি জাহেদকে তাই ফারিণের প্রশ্ন, ‘আমি কি দ্বিতীয় সিজনে আছি? আমার ভক্তরা এটা জানতে চায়।’ জবাবে ভিকি বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। নতুন সিজন প্রচারে এলেই সবাই জানতে পারবে।’
২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনো অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন ‘চক্র’। ২০২১ সালে ২০ পর্বের টিভি ধারাবাহিক হিসেবে নির্মাণ করলেও গত অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজ আকারে মুক্তি দেওয়া হয় চক্র। এবার সিরিজের দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা দিল আইস্ক্রিন।
গত বৃহস্পতিবার প্রমোশন পার্টনার হাভাস মিডিয়ায় চক্র সিরিজের সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় দ্বিতীয় সিজনের। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির কলাকুশলীরা।
চক্রের দ্বিতীয় সিজন নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘চক্র নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। শুটিং শেষ করার দুই বছরের বেশি সময় পর প্রচার হয়েছে। শুরুতে ভয়ে ছিলাম এত এত বাধা-বিপত্তি পেরনো এমন একটা কনটেন্ট দর্শক দেখবে কি না। কিন্তু রিলিজের পর ভালো ফিডব্যাক পেয়েছি। অনেকেই নতুন সিজন কবে আসবে জানতে চাইছেন। ইতিমধ্যেই আমরা দ্বিতীয় সিজন নির্মাণের পরিকল্পনা শুরু করেছি। প্রথম সিজনে গল্পটা যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই দ্বিতীয় সিজন শুরু হবে।’
নির্মাতা আরও জানান, প্রথম সিজন ২০ পর্বের হলেও দ্বিতীয় সিজন তৈরি হবে সাত পর্বে। শিগগিরই শুরু হবে শুটিং। ২০২৫ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ সিরিজটি প্রচার শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
চক্র দিয়েই ওটিটিতে অভিষেক হয়েছে তৌসিফ মাহবুবের। ধারাবাহিক থেকে সিরিজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন অভিনেতা। তবে দর্শক কাজটি গ্রহণ করায় তা কেটে গেছে। তৌসিফ বলেন, ‘সত্যি বলতে সিরিজ আকারে মুক্তির ঘোষণার পর মানসিকভাবে চাপে ছিলাম। কারণ এভাবে ওটিটিতে আসতে চাইনি। কিন্তু মুক্তির পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে সেই ভয়টা কেটে যায়। এবার এর দ্বিতীয় সিজন তৈরি হচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। এবার ওয়েব সিরিজ হিসেবেই কাজটা করব।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘এটা একেবারে অন্যরকম ধাঁচের একটা কাজ যা সচরাচর করার সুযোগ হয় না। পুরো সিরিজ দেখে অনেক দর্শক এরপর কী হবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অডিয়ন্সের ডিমান্ডেই সিজন ২ আসছে।’
চক্রের প্রথম সিজনে ফারিণকে ছুরিকাঘাত করে তৌসিফ। তাই অনেকের প্রশ্ন, দ্বিতীয় সিজনে কি দেখা যাবে ফারিণকে? নির্মাতা ভিকি জাহেদকে তাই ফারিণের প্রশ্ন, ‘আমি কি দ্বিতীয় সিজনে আছি? আমার ভক্তরা এটা জানতে চায়।’ জবাবে ভিকি বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। নতুন সিজন প্রচারে এলেই সবাই জানতে পারবে।’
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২৯ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩৬ মিনিট আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪২ মিনিট আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে