প্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। গতকাল প্রকাশিত বেসুরার ট্রেলারে দেখা যায়, ছোট্ট এক মেয়ে সুর সাধনা করছে। কিন্তু সেটা বেসুরা হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। একসময় ছোট মেয়েটি জানতে পারে, সুর পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। ট্রেলারের শেষে দেখানো হয়েছে ডাইনির একঝলক। আগামীকাল ৮ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে পর্বটি।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকিও ভালো প্ল্যাটফর্ম। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো, অভিনয় করতে হবে। চিন্তায় পড়ে গেলাম। বহুবার ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয় করিনি। যখন জানলাম, প্রীতম হাসান ভাই আছেন, তখন ভরসা পেলাম, সম্মতি জানালাম। প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। গান আর সংলাপগুলো আমার মতো করেই করা। তাই কোনো অসুবিধাও হয় নাই।’
নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’
বেসুরায় আরও অভিনয় করেছেন মান, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তা প্রমুখ।
প্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। গতকাল প্রকাশিত বেসুরার ট্রেলারে দেখা যায়, ছোট্ট এক মেয়ে সুর সাধনা করছে। কিন্তু সেটা বেসুরা হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। একসময় ছোট মেয়েটি জানতে পারে, সুর পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। ট্রেলারের শেষে দেখানো হয়েছে ডাইনির একঝলক। আগামীকাল ৮ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে পর্বটি।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকিও ভালো প্ল্যাটফর্ম। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো, অভিনয় করতে হবে। চিন্তায় পড়ে গেলাম। বহুবার ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয় করিনি। যখন জানলাম, প্রীতম হাসান ভাই আছেন, তখন ভরসা পেলাম, সম্মতি জানালাম। প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। গান আর সংলাপগুলো আমার মতো করেই করা। তাই কোনো অসুবিধাও হয় নাই।’
নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’
বেসুরায় আরও অভিনয় করেছেন মান, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তা প্রমুখ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে