একঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ। সেই একই টিম নিয়ে বান্নাহ এবার টিভি চ্যানেলের জন্য বানালেন ধারাবাহিক নাটক। নাম ‘ছাত্রাবাঁশ’। গত মঙ্গলবার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির।
ছাত্রাবাঁশ নাটকের গল্পে দেখা যাবে, প্রত্যয়কে তার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পাঠিয়ে দেয়। এই ছাত্রাবাসে প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয় একজন করে তৃতীয় বর্ষের সিনিয়র। প্রত্যয়ের রুমে তার সঙ্গে আছে ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ারের সিনিয়র ভাই রায়হান। জুনিয়রদের দিয়ে ডাইনিংয়ের খাবার আনানো থেকে শুরু করে নিজের সব কাজ করিয়ে নেয় রায়হান। এমনকি জুনিয়রদের পড়ার সময় গান বাজিয়ে বিরক্তও করে সে।
রায়হান একাই নয়, ছাত্রাবাসের সব সিনিয়রই ফ্রেশারদের জীবনটা অতিষ্ঠ করে তোলে নানা খবরদারিতে। ছাত্রাবাসের মান্নু স্যার এবং তাঁর সঙ্গী আশরাফ বিভিন্ন পন্থায় ছাত্রদের প্যাঁচে ফেলে টাকা খায়। এসব দেখে বিরক্ত হয়ে ওঠে নতুন ছাত্ররা। এমন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না সহজে। ব্যতিক্রম কেবল একজন, প্রত্যয়। সব দেখেশুনে সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছাত্রাবাসে নিজের রাজত্ব কায়েম করতে হবে তাকে। বন্ধুদের সঙ্গে নিয়ে সিনিয়রদের শায়েস্তা করতে নামে সে।
ছাত্রাবাঁশ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ আমরান, শামীম আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।
একঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ। সেই একই টিম নিয়ে বান্নাহ এবার টিভি চ্যানেলের জন্য বানালেন ধারাবাহিক নাটক। নাম ‘ছাত্রাবাঁশ’। গত মঙ্গলবার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির।
ছাত্রাবাঁশ নাটকের গল্পে দেখা যাবে, প্রত্যয়কে তার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পাঠিয়ে দেয়। এই ছাত্রাবাসে প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয় একজন করে তৃতীয় বর্ষের সিনিয়র। প্রত্যয়ের রুমে তার সঙ্গে আছে ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ারের সিনিয়র ভাই রায়হান। জুনিয়রদের দিয়ে ডাইনিংয়ের খাবার আনানো থেকে শুরু করে নিজের সব কাজ করিয়ে নেয় রায়হান। এমনকি জুনিয়রদের পড়ার সময় গান বাজিয়ে বিরক্তও করে সে।
রায়হান একাই নয়, ছাত্রাবাসের সব সিনিয়রই ফ্রেশারদের জীবনটা অতিষ্ঠ করে তোলে নানা খবরদারিতে। ছাত্রাবাসের মান্নু স্যার এবং তাঁর সঙ্গী আশরাফ বিভিন্ন পন্থায় ছাত্রদের প্যাঁচে ফেলে টাকা খায়। এসব দেখে বিরক্ত হয়ে ওঠে নতুন ছাত্ররা। এমন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না সহজে। ব্যতিক্রম কেবল একজন, প্রত্যয়। সব দেখেশুনে সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছাত্রাবাসে নিজের রাজত্ব কায়েম করতে হবে তাকে। বন্ধুদের সঙ্গে নিয়ে সিনিয়রদের শায়েস্তা করতে নামে সে।
ছাত্রাবাঁশ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ আমরান, শামীম আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে