বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ও ১৭ মে উৎসবের প্রথম দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের নাটক ‘ফায়ার’। রচনা সুমন টিংকু, নির্দেশনায় শামসুল কবীর লিটন। উৎসবের তৃতীয় দিন ১৮ মে প্রদর্শিত হবে নাট্যদল প্রসেনিয়ামের প্রযোজনা ‘সারারাত্তির’। রচনা বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ। গল্পে দেখা যাবে, ছুটি কাটাতে বের হয়ে বর্ষার রাতে এক দম্পতি আটকে যায় খোলা মাঠের ধারে এক পোড়োবাড়িতে। সেখানে আবির্ভূত হয় পোড়োবাড়ির প্রৌঢ় মালিক। নাটক কিংবা নাটকীয়তার শুরু তখনই। সাত বছরের অভ্যস্ত দাম্পত্যের শিকলে বন্দী হয়ে পড়া দম্পতিটি ধীরে ধীরে অনুধাবন করতে পারে, কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না। ফাঁকি ছিল না কোথাও, কিন্তু নিশ্চিতভাবেই বড় ফাঁক ছিল ওদের সম্পর্কের বুননে। আর এই উপলব্ধির আয়নায় দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সম্পর্কের সেই অদেখা রূপকে আবিষ্কারে অনুঘটক হয়ে কাজ করে তৃতীয় ব্যক্তি।
অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’ প্রদর্শিত হবে ১৯ মে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। ২০ মে দেখা যাবে কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য। থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ প্রদর্শিত হবে ২১ মে। শ্যামাকান্ত দাশ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। ২২ মে প্রদর্শিত হবে একই নাট্যদলের ‘ইজ্জত’। রচনা অমল রায়, নির্দেশনা তাপস শেখর।
২৩ মে রয়েছে নাট্যধারার নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। রচনা আহম্মদ কবীর, নির্দেশনায় মোস্তাফা কামাল যাত্রা। উৎসবের শেষ দিন ২৪ মে প্রদর্শিত হবে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’। রচনা আমিনুর রহমান মুকুল, নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদার।
‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ও ১৭ মে উৎসবের প্রথম দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের নাটক ‘ফায়ার’। রচনা সুমন টিংকু, নির্দেশনায় শামসুল কবীর লিটন। উৎসবের তৃতীয় দিন ১৮ মে প্রদর্শিত হবে নাট্যদল প্রসেনিয়ামের প্রযোজনা ‘সারারাত্তির’। রচনা বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ। গল্পে দেখা যাবে, ছুটি কাটাতে বের হয়ে বর্ষার রাতে এক দম্পতি আটকে যায় খোলা মাঠের ধারে এক পোড়োবাড়িতে। সেখানে আবির্ভূত হয় পোড়োবাড়ির প্রৌঢ় মালিক। নাটক কিংবা নাটকীয়তার শুরু তখনই। সাত বছরের অভ্যস্ত দাম্পত্যের শিকলে বন্দী হয়ে পড়া দম্পতিটি ধীরে ধীরে অনুধাবন করতে পারে, কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না। ফাঁকি ছিল না কোথাও, কিন্তু নিশ্চিতভাবেই বড় ফাঁক ছিল ওদের সম্পর্কের বুননে। আর এই উপলব্ধির আয়নায় দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সম্পর্কের সেই অদেখা রূপকে আবিষ্কারে অনুঘটক হয়ে কাজ করে তৃতীয় ব্যক্তি।
অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’ প্রদর্শিত হবে ১৯ মে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। ২০ মে দেখা যাবে কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য। থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ প্রদর্শিত হবে ২১ মে। শ্যামাকান্ত দাশ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। ২২ মে প্রদর্শিত হবে একই নাট্যদলের ‘ইজ্জত’। রচনা অমল রায়, নির্দেশনা তাপস শেখর।
২৩ মে রয়েছে নাট্যধারার নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। রচনা আহম্মদ কবীর, নির্দেশনায় মোস্তাফা কামাল যাত্রা। উৎসবের শেষ দিন ২৪ মে প্রদর্শিত হবে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’। রচনা আমিনুর রহমান মুকুল, নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদার।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২১ ঘণ্টা আগে