বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ও ১৭ মে উৎসবের প্রথম দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের নাটক ‘ফায়ার’। রচনা সুমন টিংকু, নির্দেশনায় শামসুল কবীর লিটন। উৎসবের তৃতীয় দিন ১৮ মে প্রদর্শিত হবে নাট্যদল প্রসেনিয়ামের প্রযোজনা ‘সারারাত্তির’। রচনা বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ। গল্পে দেখা যাবে, ছুটি কাটাতে বের হয়ে বর্ষার রাতে এক দম্পতি আটকে যায় খোলা মাঠের ধারে এক পোড়োবাড়িতে। সেখানে আবির্ভূত হয় পোড়োবাড়ির প্রৌঢ় মালিক। নাটক কিংবা নাটকীয়তার শুরু তখনই। সাত বছরের অভ্যস্ত দাম্পত্যের শিকলে বন্দী হয়ে পড়া দম্পতিটি ধীরে ধীরে অনুধাবন করতে পারে, কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না। ফাঁকি ছিল না কোথাও, কিন্তু নিশ্চিতভাবেই বড় ফাঁক ছিল ওদের সম্পর্কের বুননে। আর এই উপলব্ধির আয়নায় দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সম্পর্কের সেই অদেখা রূপকে আবিষ্কারে অনুঘটক হয়ে কাজ করে তৃতীয় ব্যক্তি।
অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’ প্রদর্শিত হবে ১৯ মে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। ২০ মে দেখা যাবে কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য। থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ প্রদর্শিত হবে ২১ মে। শ্যামাকান্ত দাশ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। ২২ মে প্রদর্শিত হবে একই নাট্যদলের ‘ইজ্জত’। রচনা অমল রায়, নির্দেশনা তাপস শেখর।
২৩ মে রয়েছে নাট্যধারার নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। রচনা আহম্মদ কবীর, নির্দেশনায় মোস্তাফা কামাল যাত্রা। উৎসবের শেষ দিন ২৪ মে প্রদর্শিত হবে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’। রচনা আমিনুর রহমান মুকুল, নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদার।
‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ও ১৭ মে উৎসবের প্রথম দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের নাটক ‘ফায়ার’। রচনা সুমন টিংকু, নির্দেশনায় শামসুল কবীর লিটন। উৎসবের তৃতীয় দিন ১৮ মে প্রদর্শিত হবে নাট্যদল প্রসেনিয়ামের প্রযোজনা ‘সারারাত্তির’। রচনা বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ। গল্পে দেখা যাবে, ছুটি কাটাতে বের হয়ে বর্ষার রাতে এক দম্পতি আটকে যায় খোলা মাঠের ধারে এক পোড়োবাড়িতে। সেখানে আবির্ভূত হয় পোড়োবাড়ির প্রৌঢ় মালিক। নাটক কিংবা নাটকীয়তার শুরু তখনই। সাত বছরের অভ্যস্ত দাম্পত্যের শিকলে বন্দী হয়ে পড়া দম্পতিটি ধীরে ধীরে অনুধাবন করতে পারে, কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না। ফাঁকি ছিল না কোথাও, কিন্তু নিশ্চিতভাবেই বড় ফাঁক ছিল ওদের সম্পর্কের বুননে। আর এই উপলব্ধির আয়নায় দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সম্পর্কের সেই অদেখা রূপকে আবিষ্কারে অনুঘটক হয়ে কাজ করে তৃতীয় ব্যক্তি।
অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’ প্রদর্শিত হবে ১৯ মে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। ২০ মে দেখা যাবে কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য। থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ প্রদর্শিত হবে ২১ মে। শ্যামাকান্ত দাশ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। ২২ মে প্রদর্শিত হবে একই নাট্যদলের ‘ইজ্জত’। রচনা অমল রায়, নির্দেশনা তাপস শেখর।
২৩ মে রয়েছে নাট্যধারার নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। রচনা আহম্মদ কবীর, নির্দেশনায় মোস্তাফা কামাল যাত্রা। উৎসবের শেষ দিন ২৪ মে প্রদর্শিত হবে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’। রচনা আমিনুর রহমান মুকুল, নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদার।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
২২ মিনিট আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৫ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৫ ঘণ্টা আগে৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে।
৬ ঘণ্টা আগে