বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ও ১৭ মে উৎসবের প্রথম দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের নাটক ‘ফায়ার’। রচনা সুমন টিংকু, নির্দেশনায় শামসুল কবীর লিটন। উৎসবের তৃতীয় দিন ১৮ মে প্রদর্শিত হবে নাট্যদল প্রসেনিয়ামের প্রযোজনা ‘সারারাত্তির’। রচনা বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ। গল্পে দেখা যাবে, ছুটি কাটাতে বের হয়ে বর্ষার রাতে এক দম্পতি আটকে যায় খোলা মাঠের ধারে এক পোড়োবাড়িতে। সেখানে আবির্ভূত হয় পোড়োবাড়ির প্রৌঢ় মালিক। নাটক কিংবা নাটকীয়তার শুরু তখনই। সাত বছরের অভ্যস্ত দাম্পত্যের শিকলে বন্দী হয়ে পড়া দম্পতিটি ধীরে ধীরে অনুধাবন করতে পারে, কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না। ফাঁকি ছিল না কোথাও, কিন্তু নিশ্চিতভাবেই বড় ফাঁক ছিল ওদের সম্পর্কের বুননে। আর এই উপলব্ধির আয়নায় দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সম্পর্কের সেই অদেখা রূপকে আবিষ্কারে অনুঘটক হয়ে কাজ করে তৃতীয় ব্যক্তি।
অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’ প্রদর্শিত হবে ১৯ মে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। ২০ মে দেখা যাবে কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য। থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ প্রদর্শিত হবে ২১ মে। শ্যামাকান্ত দাশ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। ২২ মে প্রদর্শিত হবে একই নাট্যদলের ‘ইজ্জত’। রচনা অমল রায়, নির্দেশনা তাপস শেখর।
২৩ মে রয়েছে নাট্যধারার নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। রচনা আহম্মদ কবীর, নির্দেশনায় মোস্তাফা কামাল যাত্রা। উৎসবের শেষ দিন ২৪ মে প্রদর্শিত হবে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’। রচনা আমিনুর রহমান মুকুল, নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদার।
‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ও ১৭ মে উৎসবের প্রথম দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের নাটক ‘ফায়ার’। রচনা সুমন টিংকু, নির্দেশনায় শামসুল কবীর লিটন। উৎসবের তৃতীয় দিন ১৮ মে প্রদর্শিত হবে নাট্যদল প্রসেনিয়ামের প্রযোজনা ‘সারারাত্তির’। রচনা বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ। গল্পে দেখা যাবে, ছুটি কাটাতে বের হয়ে বর্ষার রাতে এক দম্পতি আটকে যায় খোলা মাঠের ধারে এক পোড়োবাড়িতে। সেখানে আবির্ভূত হয় পোড়োবাড়ির প্রৌঢ় মালিক। নাটক কিংবা নাটকীয়তার শুরু তখনই। সাত বছরের অভ্যস্ত দাম্পত্যের শিকলে বন্দী হয়ে পড়া দম্পতিটি ধীরে ধীরে অনুধাবন করতে পারে, কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না। ফাঁকি ছিল না কোথাও, কিন্তু নিশ্চিতভাবেই বড় ফাঁক ছিল ওদের সম্পর্কের বুননে। আর এই উপলব্ধির আয়নায় দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সম্পর্কের সেই অদেখা রূপকে আবিষ্কারে অনুঘটক হয়ে কাজ করে তৃতীয় ব্যক্তি।
অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’ প্রদর্শিত হবে ১৯ মে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। ২০ মে দেখা যাবে কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য। থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ প্রদর্শিত হবে ২১ মে। শ্যামাকান্ত দাশ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। ২২ মে প্রদর্শিত হবে একই নাট্যদলের ‘ইজ্জত’। রচনা অমল রায়, নির্দেশনা তাপস শেখর।
২৩ মে রয়েছে নাট্যধারার নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। রচনা আহম্মদ কবীর, নির্দেশনায় মোস্তাফা কামাল যাত্রা। উৎসবের শেষ দিন ২৪ মে প্রদর্শিত হবে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’। রচনা আমিনুর রহমান মুকুল, নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদার।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
২ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
২ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
২ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
২ ঘণ্টা আগে