গত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম। তবে নাসিম জানিয়েছিলেন, সোলস ছাড়েননি তিনি। ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্র সফরের অংশ হননি। পরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরেও সোলসের সঙ্গে দেখা যায়নি তাঁকে। অবশেষে নাসিম জানালেন, তিনি আর সোলসে নেই।
নাসিম বলেন, ‘আমি ব্যবসায়ী। ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে টানা তিন মাস বা দুই মাস থাকা সম্ভব নয়। সোলসের ৫০ বছর পূর্তিতে অনেক শো হয়েছে, ব্যান্ডের ব্যস্ততাও বেড়েছে। ব্যবসায়ী হিসেবে ঢাকায় আমার কয়েকটি কমিটমেন্ট ছিল। ব্যবসায়িক ব্যস্ততার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেতে পারব না। ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসা ও সংগীত সমান্তরালে চলছিল। ৪৫ বছর ছিলাম, কিন্তু এখন সত্যিই পারছি না। ভবিষ্যতে সোলস কোনো সংকটে পড়লে আমাকে পাবে।’
নাসিমের ব্যান্ড ছাড়ার বিষয়টি স্বীকার করেছেন সোলসের দলনেতা পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে নাসিম ভাইয়ের কোনো সমস্যা নেই। শুধু ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি আমাদের সময় দিতে পারছেন না। সোলস তাঁকে মিস করবে।’
১৯৭৮ সাল থেকে সোলসে অতিথি সদস্য ছিলেন নাসিম আলী খান, ১৯৮০ থেকে সক্রিয় সদস্য হিসেবে পথচলা শুরু করেন। নাসিম জানিয়েছেন, সোলস ব্যান্ডে না থাকলেও এককভাবে গান চালিয়ে যাবেন তিনি।
গত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম। তবে নাসিম জানিয়েছিলেন, সোলস ছাড়েননি তিনি। ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্র সফরের অংশ হননি। পরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরেও সোলসের সঙ্গে দেখা যায়নি তাঁকে। অবশেষে নাসিম জানালেন, তিনি আর সোলসে নেই।
নাসিম বলেন, ‘আমি ব্যবসায়ী। ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে টানা তিন মাস বা দুই মাস থাকা সম্ভব নয়। সোলসের ৫০ বছর পূর্তিতে অনেক শো হয়েছে, ব্যান্ডের ব্যস্ততাও বেড়েছে। ব্যবসায়ী হিসেবে ঢাকায় আমার কয়েকটি কমিটমেন্ট ছিল। ব্যবসায়িক ব্যস্ততার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেতে পারব না। ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসা ও সংগীত সমান্তরালে চলছিল। ৪৫ বছর ছিলাম, কিন্তু এখন সত্যিই পারছি না। ভবিষ্যতে সোলস কোনো সংকটে পড়লে আমাকে পাবে।’
নাসিমের ব্যান্ড ছাড়ার বিষয়টি স্বীকার করেছেন সোলসের দলনেতা পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে নাসিম ভাইয়ের কোনো সমস্যা নেই। শুধু ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি আমাদের সময় দিতে পারছেন না। সোলস তাঁকে মিস করবে।’
১৯৭৮ সাল থেকে সোলসে অতিথি সদস্য ছিলেন নাসিম আলী খান, ১৯৮০ থেকে সক্রিয় সদস্য হিসেবে পথচলা শুরু করেন। নাসিম জানিয়েছেন, সোলস ব্যান্ডে না থাকলেও এককভাবে গান চালিয়ে যাবেন তিনি।
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৪ ঘণ্টা আগে