Ajker Patrika

শুঁড় বুলিয়ে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাল হাতি

আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৭: ৩০
শুঁড় বুলিয়ে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাল হাতি

আঠাশে মার্চ, ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করতেই ৪২ বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গেল কয়েকবছরে তার জন্মদিনে তেমন আয়োজন ছিল না, এবার বেশ ঘটা করে উদযাপন করা হলো।

‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে পাবনায় আছেন শাকিব। সেই অনুষ্ঠানের প্রযোজকই সারপ্রাইজ একটা জন্মদিন উৎসবের আয়োজন করেছেন। সেখানে ছিল এলাহী কাণ্ড!

সিনেমাটির প্রযোজকের পক্ষে মধ্যরাতেই দুটি হাতি শাকিবের মাথায় শুঁড় বুলিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ঢাকের তাল, কেক কাটা, নাচ-গান ও ফানুস উড়িয়ে জন্মদিন উদযাপন করা হয়। সেই ভিডিও অন্তর্জালে শেয়ারও করেছেন শাকিব খান। লিখেছেন, ‘সবচেয়ে বিস্ময়কর জন্মদিন উদযাপন’!

শুঁড় বুলিয়ে শাকিবকে হাতির জন্মদিনের শুভেচ্ছা১৯৭৯ সালের এই দিনে (২৮ মার্চ) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে শাকিবের জন্ম। যদিও সে সময় শাকিব খান ছিলেন শুধুই মাসুদ রানা। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন শাকিব। সে সময়ই নাম পাল্টে মাসুদ রানা থেকে হয়ে যান শাকিব খান।

নিজের প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’-তে সাফল্য না পেলেও নজর কাড়েন শাকিব। এক বছরের মধ্যেই শাবনূর, পপি, পূর্ণিমা, মুনমুন- তখনকার সেরা চার নায়িকার সঙ্গে জুটি বাঁধেন। ২০০৮ সাল থেকে শাকিব খান ঢাকাই সিনেমায় একক আধিপত্য ধরে রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত