Ajker Patrika

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৬: ৪৮
ডাকসুর ভিপি প্রার্থী জালাল। ছবি: সংগৃহীত
ডাকসুর ভিপি প্রার্থী জালাল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। বাদী হয়ে মামলাটি করেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জালাল আহমদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক মো. আসাদুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, আসামি জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মো. রবিউল হক (২৫) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে থাকেন। সিনিয়র শিক্ষার্থী হওয়ায় আসামি জালাল আহমদ বিভিন্ন তারিখ ও সময়ে শিক্ষার্থী মো. রবিউল হককে হলের রুমের ভেতর নানাভাবে হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। লেখাপড়া ও ঘুমের বিঘ্ন সৃষ্টি করতেন জালাল। রবিউল হক প্রতিবাদ করলে জালাল আহমদ তাঁকে মারধর করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করতেন।

সেখানে আরও উল্লেখ করা হয়, রবিউল হক জালালের ব্যাপারে অন্য শিক্ষার্থীদের অবহিত করলে তারা আসামি জালাল আহমদকে শাসন করেছে এবং তাঁকে হল ছেড়ে দেওয়ার জন্য বলে। পরে গত ২৭ আগস্ট তারিখ রাত অনুমান ১২টা ১০ মিনিটে শিক্ষার্থী রবিউল হক রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ১২টা ৩০ মিনিটে আসামি জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে চেয়ার টানা-হিঁচড়া করে শব্দ করতে থাকেন। রবিউলের ঘুম ভেঙে গেলে তিনি জালালকে বলেন, ‘ভাই সকালে আমি লাইব্রেরিতে যাব।’ এতে অভিযুক্ত জালাল আহমদ ক্ষিপ্ত হয়ে রবিউলের এর সঙ্গে তর্কবিতর্ক শুরু করে।

একপর্যায়ে রবিউলকে হত্যা করার উদ্দেশ্যে কাঠের চেয়ার দিয়ে মাথা লক্ষ্য করে বারি মারে। রবিউল হাত দিয়ে কাঠের ‎চেয়ারের বারি প্রতিহত করে। পরে জালাল রুমের ভেতর থাকা পুরোনো টিউবলাইট দিয়ে রবিউলকে আঘাত করলে টিউবলাইট ভেঙে তাঁর বুকের বাম পাশে লেগে কেটে যায়। পুনরায় ভাঙা ও ধারালো টিউব লাইট দিয়ে রবিউলকে আঘাত করলে রবিউলের বাম হাতে কেটে যায়। পরে শিক্ষার্থীরা আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মামলা সূত্রে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রাথমিকভাবে স্বীকার করে। আসামির নাম-ঠিকানা যাচাই বাছাই প্রক্রিয়াধীন মামলার ঘটনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বলে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত