ক্যাম্পাস ডেস্ক
২৭৫ দশমিক ৮৩ একরের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশাল এই ক্যাম্পাস প্রতিদিন মুখর থাকে শত শত শিক্ষার্থীর পদচারণে। কিন্তু বড় ছুটিতে; বিশেষ করে ঈদের সময়, যখন শিক্ষক-শিক্ষার্থীরা আপনজনের কাছে ফিরে যান, তখন এই ব্যস্ত ক্যাম্পাস হয়ে যায় ফাঁকা। সেই সঙ্গে একা হয়ে পড়ে ক্যাম্পাসের অসংখ্য কুকুর ও বিড়াল। খাবারের খোঁজে তারা ছুটে বেড়ায় এদিক-সেদিক। এবারের ঈদের ছুটিতে সেই অবলা প্রাণীদের পাশে ছিলেন মিশকাত তানিশা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ছাত্রী মিশকাত। তিনি ‘অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটি’র একজন সদস্য। এই সংগঠন সারা বছর প্রাণীদের খাবার ও চিকিৎসাসেবা দিয়ে থাকে। তবে ঈদের ছুটিতে যখন অধিকাংশ স্বেচ্ছাসেবক বাড়ি চলে যান, তখন একাই দায়িত্ব কাঁধে তুলে নেন মিশকাত।
ঈদের দিন, যখন চারপাশ আনন্দ আর উৎসবে ভরে ওঠে—নতুন জামা, সুস্বাদু খাবার আর পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দে মেতে ওঠে সবাই, তখন মিশকাত হাতে খাবার নিয়ে বের হন ক্যাম্পাসে। রান্নার ব্যবস্থা না থাকায় তিনি বাজার থেকে বিস্কুট কিনে আনেন। বিকেল থেকে রাত অবধি ক্যাম্পাসে ঘুরে ঘুরে কুকুর-বিড়ালদের মুখে খাবার তুলে দেন। ওদের খুশিতে ঝলমলে চোখ আর লেজ নাড়ানোই ছিল মিশকাতের ঈদের সবচেয়ে বড় আনন্দ।
মিশকাত তানিশা বলেন, ‘ঈদের ছুটিতে আমার পরিবারের সদস্যরা বাড়ি গেলেও আমি যাইনি। শহীদুল্লাহ হলের দুটি অসুস্থ বিড়ালকে বাসায় এনে সেবা দিয়ে সুস্থ করেছি। এরপর প্রতিদিন আমি একাই কুকুরদের খাবার দিয়েছি।’
শুধু খাবার নয়, কোনো প্রাণী আহত বা অসুস্থ হলে মিশকাত তাদের সেবা করেন। প্রাণীদের প্রতি এই ভালোবাসা, দায়িত্ববোধ আর মমতা তাঁকে আলাদা করে তোলে।
২৭৫ দশমিক ৮৩ একরের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশাল এই ক্যাম্পাস প্রতিদিন মুখর থাকে শত শত শিক্ষার্থীর পদচারণে। কিন্তু বড় ছুটিতে; বিশেষ করে ঈদের সময়, যখন শিক্ষক-শিক্ষার্থীরা আপনজনের কাছে ফিরে যান, তখন এই ব্যস্ত ক্যাম্পাস হয়ে যায় ফাঁকা। সেই সঙ্গে একা হয়ে পড়ে ক্যাম্পাসের অসংখ্য কুকুর ও বিড়াল। খাবারের খোঁজে তারা ছুটে বেড়ায় এদিক-সেদিক। এবারের ঈদের ছুটিতে সেই অবলা প্রাণীদের পাশে ছিলেন মিশকাত তানিশা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ছাত্রী মিশকাত। তিনি ‘অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটি’র একজন সদস্য। এই সংগঠন সারা বছর প্রাণীদের খাবার ও চিকিৎসাসেবা দিয়ে থাকে। তবে ঈদের ছুটিতে যখন অধিকাংশ স্বেচ্ছাসেবক বাড়ি চলে যান, তখন একাই দায়িত্ব কাঁধে তুলে নেন মিশকাত।
ঈদের দিন, যখন চারপাশ আনন্দ আর উৎসবে ভরে ওঠে—নতুন জামা, সুস্বাদু খাবার আর পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দে মেতে ওঠে সবাই, তখন মিশকাত হাতে খাবার নিয়ে বের হন ক্যাম্পাসে। রান্নার ব্যবস্থা না থাকায় তিনি বাজার থেকে বিস্কুট কিনে আনেন। বিকেল থেকে রাত অবধি ক্যাম্পাসে ঘুরে ঘুরে কুকুর-বিড়ালদের মুখে খাবার তুলে দেন। ওদের খুশিতে ঝলমলে চোখ আর লেজ নাড়ানোই ছিল মিশকাতের ঈদের সবচেয়ে বড় আনন্দ।
মিশকাত তানিশা বলেন, ‘ঈদের ছুটিতে আমার পরিবারের সদস্যরা বাড়ি গেলেও আমি যাইনি। শহীদুল্লাহ হলের দুটি অসুস্থ বিড়ালকে বাসায় এনে সেবা দিয়ে সুস্থ করেছি। এরপর প্রতিদিন আমি একাই কুকুরদের খাবার দিয়েছি।’
শুধু খাবার নয়, কোনো প্রাণী আহত বা অসুস্থ হলে মিশকাত তাদের সেবা করেন। প্রাণীদের প্রতি এই ভালোবাসা, দায়িত্ববোধ আর মমতা তাঁকে আলাদা করে তোলে।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
৮ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে