সিফাত রাব্বানী
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলকে ঠেকাতে পাকিস্তানপন্থী প্রশাসনের ষড়যন্ত্র চলছে। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ
১ ঘণ্টা আগেশিক্ষাঙ্গনের সৌন্দর্য শুধু পড়াশোনা বা গবেষণার ভেতরেই সীমাবদ্ধ নয়; এর বড় অংশ নির্ভর করে আন্তসম্পর্কের ওপর। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমানভাবে গুরুত্বপূর্ণ সিনিয়র ও জুনিয়রদের পারস্পরিক সম্পর্ক।
৯ ঘণ্টা আগেস্নাতক প্রথম বর্ষ পরীক্ষা সামনে রেখে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষায় নকলের যেকোনো প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। যদি কোনো পরীক্ষার্থী নকল করে, তবে তার আলামত এবং উত্তরপত্রে লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে।
২১ ঘণ্টা আগেএতে বলা হয়, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সাইবার বুলিং এবং নারী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রতি একধরনের নারীবিদ্বেষী আচরণ দেখতে পাচ্ছি। প্রশাসনকে এসব ইস্যুতে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং পুলিশের সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করে সাইবার সিকিউরিটি সেল গঠন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই নির্বাচনী
১ দিন আগে