Ajker Patrika

বুটেক্স দিবস পালন

আলভী আহমেদ
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫৩
বুটেক্স দিবস পালন

১৩ পেরিয়ে ১৪ বছরে পা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। ২০১০ সালে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। সেই সময় থেকে প্রতিবছর ২২ ডিসেম্বর ‘বুটেক্স দিবস’ 
পালন করা হয়।

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠিত হয়েছে বুটেক্সের ১৩তম জন্মদিন। সকালে কেক কেটে আয়োজনের কর্মসূচি শুরু হয়। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। ঘোড়ার গাড়িসহ আনন্দ শোভাযাত্রাটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়কে ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে পায়রা ওড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে স্মৃতিচারণার আয়োজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক  ড. শাহ আলিমুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করেছে বুটেক্স। উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান আরও শিক্ষার্থী উপস্থিত থাকলে আয়োজন পূর্ণাঙ্গ হতো।’ উপাচার্য জানান, ভবিষ্যতে বুটেক্স দিবসের আয়োজন হবে আরও বর্ণিল।

আলভী আহমেদ, শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত