মমতাজ জাহান মম, ঢাকা
তাঁর পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে অভিনয় বিষয়ে পরিবার থেকে কোনো সহায়তা পাননি। এমনও দিন গেছে, থিয়েটারের কাজ শেষে সন্ধ্যা ৬টায় ফিরে দেখেছেন বাসার দরজা বন্ধ। রাত ১১টা পর্যন্ত তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। থিয়েটার করার জন্য বা অভিনয় শেখার জন্য বাড়ি থেকে কোনো ধরনের অর্থসহায়তা পেতেন না। তাঁকে অভিনয় শিখতে হয়েছে বলা চলে, রিকশাভাড়া বাঁচিয়ে।
বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ও ড্রামাটিকস বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের কথা। এই নামে তাঁকে বেশির ভাগ মানুষ না চিনলেও তাঁর ইউটিউব চ্যানেল জিসু এন্টারটেইনমেন্টকে চেনেন অনেকে। চ্যানেলটি অনলাইন প্ল্যাটফর্মে নাটক ও সিনেমার দৃশ্য রিমেক করে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। জিসান প্রথম দিকে অভিনেতাদের কসপ্লে করতেন। পরে ভিডিও মেকিং শুরু করেন।
জিসান পড়তেন হাজী লাল মিয়া সিটি কলেজে। অভিনয় বিষয়ে সেখানে তাঁর শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন বেশ ভালো; বিশেষ করে বর্ণালি নামে এক শিক্ষক তাঁকে অনেক ধরনের সহায়তা করেছেন। থিয়েটারে তানভীর নামে এক ‘বড় ভাই’ ছিলেন জিসানের। তিনি তাঁকে উদীচী নাট্যদলের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভর্তি হতে সহযোগিতা করেন। এ ছাড়া থিয়েটারের বাকি সবার থেকে সহযোগিতা ও বন্ধুসুলভ আচরণ পেয়েছেন। সে কারণেই হয়তো পারিবারিক বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গেছেন সফলতার দিকে।
করোনা মহামারির সময় যখন বিশ্ববিদ্যালয় বন্ধ, তখন জিসান জনপ্রিয় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য রিমেক করার কাজ শুরু করেন। প্রথম রিমেক করেন চঞ্চল চৌধুরী অভিনীত আয়নাবাজি সিনেমার একটি ক্লিপ। অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে ভিডিও বানানো শুরু করেন। সে সময় হাতখরচের টাকা বাঁচিয়ে কনটেন্ট বানাতেন তিনি।
জিসান মূলত জনপ্রিয় সিনেমার মূল দৃশ্যগুলো পাঁচ থেকে সাত মিনিট দৈর্ঘ্যে এনে রিমেক করেন। সঙ্গে রাখেন সিনেমার জনপ্রিয় গান। এ পর্যন্ত জিসু এন্টারটেইনমেন্ট ১০টি সিনেমা, নাটক ও ৩টি শর্টফিল্ম রিমেক ভিডিও পোস্ট করেছে। এর মধ্যে হলিউডের জোকার, বলিউডের ছিছোরে, থ্রি ইডিয়টস, পিকে, তামিল সিনেমা ৯৬, বাংলাদেশের মনপুরা, আয়নাবাজি সিনেমার রিমেক উল্লেখযোগ্য।
তাঁর পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে অভিনয় বিষয়ে পরিবার থেকে কোনো সহায়তা পাননি। এমনও দিন গেছে, থিয়েটারের কাজ শেষে সন্ধ্যা ৬টায় ফিরে দেখেছেন বাসার দরজা বন্ধ। রাত ১১টা পর্যন্ত তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। থিয়েটার করার জন্য বা অভিনয় শেখার জন্য বাড়ি থেকে কোনো ধরনের অর্থসহায়তা পেতেন না। তাঁকে অভিনয় শিখতে হয়েছে বলা চলে, রিকশাভাড়া বাঁচিয়ে।
বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ও ড্রামাটিকস বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের কথা। এই নামে তাঁকে বেশির ভাগ মানুষ না চিনলেও তাঁর ইউটিউব চ্যানেল জিসু এন্টারটেইনমেন্টকে চেনেন অনেকে। চ্যানেলটি অনলাইন প্ল্যাটফর্মে নাটক ও সিনেমার দৃশ্য রিমেক করে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। জিসান প্রথম দিকে অভিনেতাদের কসপ্লে করতেন। পরে ভিডিও মেকিং শুরু করেন।
জিসান পড়তেন হাজী লাল মিয়া সিটি কলেজে। অভিনয় বিষয়ে সেখানে তাঁর শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন বেশ ভালো; বিশেষ করে বর্ণালি নামে এক শিক্ষক তাঁকে অনেক ধরনের সহায়তা করেছেন। থিয়েটারে তানভীর নামে এক ‘বড় ভাই’ ছিলেন জিসানের। তিনি তাঁকে উদীচী নাট্যদলের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভর্তি হতে সহযোগিতা করেন। এ ছাড়া থিয়েটারের বাকি সবার থেকে সহযোগিতা ও বন্ধুসুলভ আচরণ পেয়েছেন। সে কারণেই হয়তো পারিবারিক বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গেছেন সফলতার দিকে।
করোনা মহামারির সময় যখন বিশ্ববিদ্যালয় বন্ধ, তখন জিসান জনপ্রিয় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য রিমেক করার কাজ শুরু করেন। প্রথম রিমেক করেন চঞ্চল চৌধুরী অভিনীত আয়নাবাজি সিনেমার একটি ক্লিপ। অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে ভিডিও বানানো শুরু করেন। সে সময় হাতখরচের টাকা বাঁচিয়ে কনটেন্ট বানাতেন তিনি।
জিসান মূলত জনপ্রিয় সিনেমার মূল দৃশ্যগুলো পাঁচ থেকে সাত মিনিট দৈর্ঘ্যে এনে রিমেক করেন। সঙ্গে রাখেন সিনেমার জনপ্রিয় গান। এ পর্যন্ত জিসু এন্টারটেইনমেন্ট ১০টি সিনেমা, নাটক ও ৩টি শর্টফিল্ম রিমেক ভিডিও পোস্ট করেছে। এর মধ্যে হলিউডের জোকার, বলিউডের ছিছোরে, থ্রি ইডিয়টস, পিকে, তামিল সিনেমা ৯৬, বাংলাদেশের মনপুরা, আয়নাবাজি সিনেমার রিমেক উল্লেখযোগ্য।
ওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
৯ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১৩ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১ দিন আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে