ক্যাম্পাস ডেস্ক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং শিরোনামে উদ্ভাবনী ধারণার প্রদর্শনীবিষয়ক একটি অনুষ্ঠান হয়ে গেল। ৯ মে ২০২৪ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নিচতলার ডিসপ্লে সেকশনে এটি অনুষ্ঠিত হয়।
ইনোভেশন টিম ও ই-গভর্ন্যান্স কমিটির উদ্যোগে ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. বি এন সাইকিয়া, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক প্রফেসর ড. ভূপেন শর্মা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সিকৃবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবির ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দপ্তর। দিনব্যাপী এই শোকেসিংয়ে বিভিন্ন স্টলে ছিল শিক্ষার্থীদের ভিড়। বিভিন্ন স্টলে যেসব বিষয় প্রদর্শন করা হয়েছিল, সেগুলোর ওপর অনুষ্ঠিত হয় প্রশ্ন ও উত্তরপর্ব। উদ্ভাবনী দলগুলো জানায়, তারা তাদের আইডিয়াগুলো দেশব্যাপী ছড়িয়ে দিতে চায়।
শোকেসিংয়ের অনেক আইডিয়ার মধ্যে একটি ছিল আবর্জনা রিসাইক্লিং করে ভার্মিকম্পোস্ট বা কেঁচোসার তৈরির পদ্ধতি। কেউ দেখিয়েছেন স্মার্ট ডাইনিং টেকনোলজি কিংবা ট্যানারি ইন্ডাস্ট্রি ব্যবস্থাপনার আধুনিক ধারণা। সোলার পাওয়ার্ড একুয়াফোনিক্স ব্যবহার করে খাদ্য নিরাপত্তার ধারণাও ছিল এখানে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কুটিরশিল্প, নকশিকাঁথা ও ক্ষুদ্র পর্যায়ের হস্তশিল্প ছড়িয়ে দেওয়ার স্টলও ছিল এ প্রদর্শনীতে। প্রান্তিক পর্যায়ের কৃষকেরা অ্যাপস ব্যবহার করে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি কীভাবে পণ্য বা ফসল ভোক্তার কাছে পৌঁছাতে পারেন, সেসবের নতুন নতুন ধারণাও ছিল এই ইনোভেশন শোকেসিংয়ে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট খলিলুর রহমান ফয়সাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবীদের খোঁজা এ প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য। শ্রেষ্ঠ আইডিয়াগুলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া শোকেসিং শেষে শ্রেষ্ঠ দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং শিরোনামে উদ্ভাবনী ধারণার প্রদর্শনীবিষয়ক একটি অনুষ্ঠান হয়ে গেল। ৯ মে ২০২৪ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নিচতলার ডিসপ্লে সেকশনে এটি অনুষ্ঠিত হয়।
ইনোভেশন টিম ও ই-গভর্ন্যান্স কমিটির উদ্যোগে ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. বি এন সাইকিয়া, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক প্রফেসর ড. ভূপেন শর্মা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সিকৃবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবির ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দপ্তর। দিনব্যাপী এই শোকেসিংয়ে বিভিন্ন স্টলে ছিল শিক্ষার্থীদের ভিড়। বিভিন্ন স্টলে যেসব বিষয় প্রদর্শন করা হয়েছিল, সেগুলোর ওপর অনুষ্ঠিত হয় প্রশ্ন ও উত্তরপর্ব। উদ্ভাবনী দলগুলো জানায়, তারা তাদের আইডিয়াগুলো দেশব্যাপী ছড়িয়ে দিতে চায়।
শোকেসিংয়ের অনেক আইডিয়ার মধ্যে একটি ছিল আবর্জনা রিসাইক্লিং করে ভার্মিকম্পোস্ট বা কেঁচোসার তৈরির পদ্ধতি। কেউ দেখিয়েছেন স্মার্ট ডাইনিং টেকনোলজি কিংবা ট্যানারি ইন্ডাস্ট্রি ব্যবস্থাপনার আধুনিক ধারণা। সোলার পাওয়ার্ড একুয়াফোনিক্স ব্যবহার করে খাদ্য নিরাপত্তার ধারণাও ছিল এখানে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কুটিরশিল্প, নকশিকাঁথা ও ক্ষুদ্র পর্যায়ের হস্তশিল্প ছড়িয়ে দেওয়ার স্টলও ছিল এ প্রদর্শনীতে। প্রান্তিক পর্যায়ের কৃষকেরা অ্যাপস ব্যবহার করে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি কীভাবে পণ্য বা ফসল ভোক্তার কাছে পৌঁছাতে পারেন, সেসবের নতুন নতুন ধারণাও ছিল এই ইনোভেশন শোকেসিংয়ে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট খলিলুর রহমান ফয়সাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবীদের খোঁজা এ প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য। শ্রেষ্ঠ আইডিয়াগুলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া শোকেসিং শেষে শ্রেষ্ঠ দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
যাঁরা একাডেমিক বা পেশাগত ক্ষেত্রে গবেষণার সঙ্গে জড়িত, তাঁদের বিভিন্ন জার্নালে প্রবন্ধ প্রকাশ করতে হয়। এ গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি হয়। গবেষণা জার্নালগুলো সেই জ্ঞানের প্রচার ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া কিছুটা জটিল, সময়সাপেক্ষ এবং ধৈর্যের প্রয়োজন...
৬ ঘণ্টা আগেসৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৬ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩১ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ দিন আগেসৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।
১ দিন আগে