Ajker Patrika

উচ্চশিক্ষায় বিশ্বসেরা ১০–এ প্রবেশের দ্বারপ্রান্তে চীনা বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষায় বিশ্বসেরা ১০–এ প্রবেশের দ্বারপ্রান্তে চীনা বিশ্ববিদ্যালয়

বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ের সেরা দশে সব সময় একচেটিয়া রাজত্ব করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। ফোর্বস বলছে, ঐতিহাসিক এ রেকর্ড ভেঙে সেরা দশের তালিকায় প্রবেশ করতে যাচ্ছে চীন। 

টাইমস হায়ার এডুকেশনসের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং অনুসারে, দুটি চীনা বিশ্ববিদ্যালয় এই সেরা দশের ঠিক নিচেই আছে। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটির অবস্থান শীর্ষ ১২–এ। টাইমস হায়ার এডুকেশনসের বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাঙ্কিং প্রভাবশালী সর্বোচ্চ তিন ব্যবস্থার র‍্যাঙ্কিংয়ের মধ্যে একটি। 

দুই বছর আগেও এই তালিকার সেরা ১০০–এ মাত্র দুটি চীনা বিশ্ববিদ্যালয় ছিল, এর মধ্যে শীর্ষটির অবস্থান ছিল ২৭ নম্বরে।  চীনা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি বেশ যুগান্তকারী পরিবর্তন বলে দেখা হচ্ছে।

টানা অষ্টমবারের মতো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এ তালিকার শীর্ষে অবস্থান করছে। গত বছরের তুলনায় এবারের সেরা দশের তালিকায় তেমন কোনো পরিবর্তন আসেনি। 

এ তালিকার সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাতটিই যুক্তরাষ্ট্রের।

চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম থেকে ১২তম অবস্থানে উঠে আসা বিশ্বমঞ্চে চীনা উত্থানের প্রতিনিধিত্বই করছে। এরপরই ১৪তম অবস্থানে রয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়। 

অন্য দুই র‍্যাঙ্কিং ব্যবস্থা হলো— কিউএস বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এবং একাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ। এ দুই র‍্যাঙ্কিং ব্যবস্থায় চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ অবস্থান যথাক্রমে ১৭ তম ও ২২ তম। 

টাইমস হায়ার এডুকেশনসের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান ফিল ব্যাটি ফোর্বসকে বলেন, ‘চীন ব্যতিক্রম ও ধারাবাহিক উন্নতির এক উল্লেখযোগ্য উদাহরণ। এর পেছনে রয়েছে দেশটির কয়েক দশক ধরে দারুণ রাজনৈতিক সদিচ্ছা ও উদার অর্থায়নের প্রতিশ্রুতি।’ 

 ২০০৪ সালের তালিকায় সেরা ২০০–এর মধ্য়ে চীনের ৪টি বিশ্ববিদ্যালয় ছিল। মাত্র ২০ বছর পরেই এ চিত্রে আমূল পরিবর্তন এনে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৩ টিতে। সেরা ৬০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে ৬টি এবং সেরা দশে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে ২টি বিশ্ববিদ্যালয়। 

টাইমস হায়ার এডুকেশনস র‍্যাঙ্কিংয়ে সেরা দশ বিশ্ববিদ্যালয় হলো—
 ১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) 
 ২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র) 
 ৩. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (যুক্তরাষ্ট্র) 
 ৪. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র) 
 ৫. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) 
 ৬. প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র) 
 ৭. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (যুক্তরাষ্ট্র) 
 ৮. ইম্পিরিয়াল কলেজ লন্ডন (যুক্তরাজ্য) 
 ৯. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কেলি (যুক্তরাষ্ট্র) 
 ১০. ইয়েল বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র) 

এ র‍্যাঙ্কিং অনুসারে, ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৩৭টিই এশিয়া মহাদেশে অবস্থিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত