Ajker Patrika

পাসের হারে দেশসেরা বরিশাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০০: ৩৬
পাসের হারে দেশসেরা বরিশাল শিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষায় পাসের হারে সাধারণ বোর্ডের মধ্যে প্রথম হয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। তবে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—দুটিই কমেছে। 

এবার পাসের হার হচ্ছে ৮০ দশমিক ৬৫। গত বছর ছিল ৮৬ দশমিক ৯৫। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। গত বছর ছিল ৭ হাজার ৩৮৬ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে অর্ধেক। 
 
আজ রোববার বেলা ২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, পাসের হার এবং জিপিএ-৫ কমলেও সার্বিক ফলাফলে তাঁরা সন্তুষ্ট। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাকে গুরুত্ব দিয়েছেন তিনি। 

বরিশাল বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬৭ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পাস করেছেন ৫৫ হাজার ৪১৩ জন। মোট পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ১০ দশমিক ৪ ভাগ বেশি। ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৪৬ এবং মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ৮৬। 

জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় তিন গুণ বেশি। ১ হাজার ২ জন ছেলে পরীক্ষার্থী এবং ২ হাজার ৭৯১ জন মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত