আজকের পত্রিকা ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষা বাজারে রাজস্ব দ্বিগুণ করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। আজ সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ২০৩৪ সালের মধ্যে আন্তর্জাতিক শিক্ষা বাজারের আকার ৭ দশমিক ২ বিলিয়ন নিউজিল্যান্ড ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাতে।
এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সময়সীমা বাড়ানো হচ্ছে। এখন থেকে যোগ্য শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন। একই সঙ্গে, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ পাবেন আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী। পাশাপাশি আগের তুলনায় বাড়ানো হচ্ছে কাজের ক্ষেত্রও।
দেশটির শিক্ষা মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, ‘২০২৩ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। আমরা সেই প্রবৃদ্ধিকে আরও গতিশীল করে তুলতে চাই। তা নিশ্চিতেই সবচেয়ে সম্ভাবনাময় বাজারগুলোতে প্রমোশনাল কার্যক্রম জোরদার করবে নতুন নীতিমালা ‘এডুকেশন নিউজিল্যান্ড’।’
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা বাজার থেকে নিউজিল্যান্ডের অর্থনীতিতে বছরে ৩ দশমিক ৬ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার আয় হয়। সরকার সেটিকে আগামী এক দশকে দ্বিগুণ করতে চায়। ২০২৪ সালে যেখানে শিক্ষার্থী সংখ্যা ৮৩,৭০০, তা ২০২৭ সালে ১,০৫,০০০ এবং ২০৩৪ সালের মধ্যে ১,১৯,০০০-তে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে।
অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ যেখানে ঘরভাড়ার চাপে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর দিকে ঝুঁকছে, সেখানে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে নিউজিল্যান্ড। দেশটি মনে করছে, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, যা বহুমুখী উন্নয়নেও ভূমিকা রাখে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নিউজিল্যান্ড শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে না, একই সঙ্গে স্থানীয় শ্রমবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি সূত্রে জানা গেছে, এই নীতির আওতায় শিক্ষা, হোটেল, পর্যটন ও খুচরা খাতে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ আরও প্রসারিত হবে
আন্তর্জাতিক শিক্ষা বাজারে রাজস্ব দ্বিগুণ করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। আজ সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ২০৩৪ সালের মধ্যে আন্তর্জাতিক শিক্ষা বাজারের আকার ৭ দশমিক ২ বিলিয়ন নিউজিল্যান্ড ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাতে।
এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সময়সীমা বাড়ানো হচ্ছে। এখন থেকে যোগ্য শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন। একই সঙ্গে, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ পাবেন আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী। পাশাপাশি আগের তুলনায় বাড়ানো হচ্ছে কাজের ক্ষেত্রও।
দেশটির শিক্ষা মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, ‘২০২৩ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। আমরা সেই প্রবৃদ্ধিকে আরও গতিশীল করে তুলতে চাই। তা নিশ্চিতেই সবচেয়ে সম্ভাবনাময় বাজারগুলোতে প্রমোশনাল কার্যক্রম জোরদার করবে নতুন নীতিমালা ‘এডুকেশন নিউজিল্যান্ড’।’
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা বাজার থেকে নিউজিল্যান্ডের অর্থনীতিতে বছরে ৩ দশমিক ৬ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার আয় হয়। সরকার সেটিকে আগামী এক দশকে দ্বিগুণ করতে চায়। ২০২৪ সালে যেখানে শিক্ষার্থী সংখ্যা ৮৩,৭০০, তা ২০২৭ সালে ১,০৫,০০০ এবং ২০৩৪ সালের মধ্যে ১,১৯,০০০-তে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে।
অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ যেখানে ঘরভাড়ার চাপে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর দিকে ঝুঁকছে, সেখানে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে নিউজিল্যান্ড। দেশটি মনে করছে, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, যা বহুমুখী উন্নয়নেও ভূমিকা রাখে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নিউজিল্যান্ড শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে না, একই সঙ্গে স্থানীয় শ্রমবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি সূত্রে জানা গেছে, এই নীতির আওতায় শিক্ষা, হোটেল, পর্যটন ও খুচরা খাতে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ আরও প্রসারিত হবে
এতে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ‘নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রচারিত অনুসন্ধানী রিপোর্টে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে, তা নিঃসন্দেহে খতিয়ে
৯ ঘণ্টা আগেআজ শুক্রবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগেআসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে জানা যায়, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ থেকে ১৪ দিন পর্যন্ত ছুটি থাকবে।
১৫ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান জয়লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
১৯ ঘণ্টা আগে