Ajker Patrika

সম্পূর্ণ অর্থায়িত রয়েল থাই বৃত্তি

শিক্ষা ডেস্ক
এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি
এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি

প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়ন সাধনে কাজ করে।

সুযোগ-সুবিধা

রয়েল থাই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। থাকছে আবাসন সুবিধা, জীবনযাত্রার খরচ ও ফ্রিতে রেজিস্ট্রেশনের সুযোগ।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাকাডেমিক সিজিপিএ ৩.৫ থেকে ৪ থাকতে হবে। পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাকাডেমিক সিজিপিএ স্নাতক এবং স্নাতকোত্তরে ৩.৫ থেকে ৪ থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইএলটিএসে ব্যান্ডস্কোর ন্যূনতম ৬ থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আবেদনকারীর সিভি, পাসপোর্ট, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট, দুটি রেফারেন্স লেটার, ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ ও রিসার্চ প্রপোজাল।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থী বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত