Ajker Patrika

ঢাবির ‘ক’ ইউনিটের ফল সোমবার

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৫: ৩২
ঢাবির ‘ক’ ইউনিটের ফল সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে। 

আজ রোববার দুপুরে ‘গ’ ইউনিটের ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানান। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল সোমবার প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, আজ রোববার দুপুরে প্রকাশিত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৪.৩০ শতাংশ শিক্ষার্থী। পরীক্ষায় প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী সরোয়ার হোসেন খান। তিনি মোট নম্বর পেয়েছেন ১১৬.৭৫। এককভাবে ৯৬.৭৫ নম্বর।

দ্বিতীয় হয়েছেন অনিমা পারভেজ এলমা। তিনি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি মোট নম্বর পেয়েছেন ১১০। এককভাবে ৯০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে ২০ নম্বর।

তৃতীয় হয়েছেন মো. আব্দুল্লাহ খান। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী। তিনি মোট নম্বর পেয়েছেন ১০৭.৭৫। এককভাবে তিনি ৯৬.৭৫ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে পেয়েছেন ২০ নম্বর।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত