Ajker Patrika

হল্যান্ডে এনএল বৃত্তি

শিক্ষা ডেস্ক
হল্যান্ডে এনএল বৃত্তি

হল্যান্ডের এনএল বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সারা বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

ইউরোপের দুটি গুরুত্বপূর্ণ দেশ জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী নেদারল্যান্ডস। তাই দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া হল্যান্ড এনএল বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো (৬ লাখ ২০ হাজার ৯০০ টাকা) দেওয়া হবে।

অধ্যয়নের বিষয়

ইঞ্জিনিয়ারিং, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটারবিজ্ঞান, পর্যটন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়

এ বৃত্তির আওতায় দেশটির গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। গবেষণার মধ্যে লিডেন বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়, রাডবউড বিশ্ববিদ্যালয় ও টিলবার্গ বিশ্ববিদ্যালয়।

আবেদনের যোগ্যতা

হল্যান্ডে এনএল বৃত্তির জন্য শিক্ষার্থীদের মানদণ্ড পূরণ করতে হবে। শিক্ষার্থীদের নন-ইইউ দেশের নাগরিক হতে হবে। ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। নেদারল্যান্ডস থেকে কোনো ডিগ্রি থাকা যাবে না।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা হল্যান্ডে এনএল বৃত্তির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত