Ajker Patrika

১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে থেকে আবেদন শুরু হয়ে চলবে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আজ রোববার সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশন পর্যায়ে ১৫ হাজার ১৬৩টি পদে শিক্ষক নিয়োগ সুপারিশের এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব ফাঁকা পদ ছিল সে পদে শিক্ষক নিয়োগ দিতে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন তাঁরা ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। যেসব পদে নিয়োগ দেওয়া হবে, তার মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিওভুক্ত শূন্যপদ। নন এমপিও পদ আছ ২ হাজার ৩৫৬ টি। 

আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, আবেদনকারীকে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন (প্রথম থেকে ত্রয়োদশ) তাঁদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। 

যেসব পদে নারী কোটা থাকবে সেখানে কেবল নারী প্রার্থীরা আবেদন করবে এবং ধর্মের শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সে ধর্মের অনুসারী হতে হবে। http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি ১০০ টাকা। 

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শূন্যপদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে আবেদন না করায় এবং নারী কোটায় ৬ হাজার ৭৭৭টি পদ পূরণ না হওয়ায় ৩৮ হাজার শিক্ষককে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৪ হাজার প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে পাঠাননি। এ কারণে ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত