Ajker Patrika

চবি শিক্ষার্থীদের এক বছরের আবাসন ও পরিবহন ফি মওকুফ

প্রতিনিধি
চবি শিক্ষার্থীদের এক বছরের আবাসন ও পরিবহন ফি মওকুফ

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের থেকে ২০২০-২১ অর্থবছরে আদায় করা আবাসন ও পরিবহন ফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তবে কীভাবে ফেরত দেওয়া হবে সেটি বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তর সিদ্ধান্ত নেবে। 

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৫৭ তম যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এই টাকাগুলো যেহেতু ব্যবহার করা হয়নি, তাই ফেরত দেওয়া হবে। তবে কীভাবে ফেরত দেবে সেটি হিসাব নিয়ামক দপ্তর দেখবে। 

এদিকে একই সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। যা গত বছরের চেয়ে ৯ কোটি টাকা বেশি। বাজেটে গবেষণা, বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাব ও মেডিকেল সেন্টারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ৩৪৭ কোটি ৪৯ লাখ এবং ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক্কলিত বাজেট ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা অনুমোদন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত